রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মোটরবাইকে ধাক্কা টোটোর। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি। মধ্যস্ততা করতে গিয়ে গুরুতর জখম হলেন পঞ্চায়েতের তৃণমূল প্রধান। মারধর করা হয়েছে পুলিশকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১২ জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা করেছে পুলিশ।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃতীয়ার রাতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ির ইন্দিরা কলোনি। বেধড়ক মারে গুরুতর জখম হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। রেহাই পায়নি পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে একটি টোটো। তাই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায়, মধ্যস্থতা করতে যান তৃণমূল নেতা প্রধান হেমব্রম। তিনি পাতকাঁটা গ্রাম পঞ্চায়েতের প্রধান। বৈঠকের শেষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধেই। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি।
অন্যদিকে আবার তৃণমূলেরই একাংশ, প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। এক তৃণমূল সমর্থকের কথায়, 'আমি প্রধানকে বলি আমাদের মারধর করছ কেন, এখনই তো তোমার মিটিং থেকে এলাম, আমরাও তো তৃণমূল করি, ওরা তির ধনুক নিয়ে এসেছিল। আমাদের ঘর ভাঙচুর করেছে।'
গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। জলপাইগুড়ি জেলার বিজেপি সহ সভাপতি অলক চক্রবর্তীর কথায়, পুলিশ এখন তৃণমূলের দলদাস, তৃণমূলের গোষ্ঠীকোন্দল, এই প্রধানই কয়েকদিন আগে বিজেপি কর্মীদের মারধর, নিশ্চয়ই উনি এমন কিছু করেছেন যে দলের লোকজন ক্ষেপে গেছে। গ্রামে থাকেন, শহরে এসে মাতব্বরি করেছেন। পুলিশ তো মার খাবে, যেতে তৃণমূল কর্মী।
জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী অবশ্য দাবি করেছেন, ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে দলের কেউ জড়িত থাকলে, রেয়াত করা হবে না। এদিকে শুক্রবার রাতে গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন কোতোয়ালি থানার ASI, মুকুলনারায়ণ ইশর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, শনিবার ইন্দিরা কলোনি থেকে গোশালা মোড় পর্যন্ত ১২ ঘণ্টা, ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের ঝামেলা, আমাদের অফিসার এলে উত্তেজিত মব আঘাত করে, এলাকা নিয়ন্ত্রণে আছে, আইনশৃঙ্খলার অবণতি হয়েছিল, সকাল থেকে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। আক্রান্ত পঞ্চায়েত প্রধান ও পুলিশ আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।