জলপাইগুড়ি: ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। অসুস্থ বৃদ্ধ দম্পতির গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে, মারধর করে নগদ ও গয়না মিলিয়ে প্রায় সাত লক্ষাধিক টাকা লুঠ করে পালিয়ে গেলো ডাকাত দল।জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেব নগর এলাকায় মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে।
বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান দম্পতি দিলীপ বসু ও রত্না বসু। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী দিলীপ বাবু। সুস্থ হয়ে ওঠার পর পরবর্তী চিকিৎসার জন্য বাড়িতে চার লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে রাখেন তিনি।এদিন ভোর রাতে দিলীপ বাবুর বাড়িতে হানা দেয় চার জনের একটি ডাকাত দল। গ্রিলের দরজা ভেঙে একে একে ঘরের ভেতরে ঢুকে পড়ে তারা।বৃদ্ধ দম্পতিকে মারধর করে গলায় ধারালো অস্ত্র ধরে লুটপাট চালায়।নগদ এবং সোনা মিলিয়ে সাত লক্ষাধিক টাকা ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমানের অন্ডাবে পেট্রোল পাম্পে সশস্ত্র ডাকাতদলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । গত বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ ছয় সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে । এসেই মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের । বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় । পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নিয়ে যায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো নগদ অর্থ ।
ঘটনাটি ঘটে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই । পাম্পের কর্মী আকাশ ভিভোর জানান যে,, সাতজনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রলপাম্পের ক্যাশবাক্সে হামলা চালায় । কর্মরত পাম্পের কর্মীদের মারধর করা হয় । ডাকাতদলের মারের আঘাতে পেট্রলপাম্পের এক কর্মী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান ,এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি । এমনকি ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে ।