রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : সিকিম পাহাড়ে রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বাড়ল মাল মহকুমার অন্তর্গত টোটগাও এলাকার তিস্তা নদীতে। চিন্তার ভাঁজ গ্রামের বাসিন্দাদের কপালে। দেখা যাচ্ছে তিস্তার জল, বসত ঘরে ছুঁইছুঁই। আতঙ্কে ওই এলাকার মানুষ। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমলেও আকাশের মুখ ভার, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই তিন জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার ভোটের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।
একে সবে ঝড়ের তাণ্ডব চলে উত্তরবঙ্গে। তছনছ কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত ৩০টিরও বেশি বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ-বালাভূত রাজ্য সড়ক।ঝড়ের দিন রাত ২টো নাগাদ তুফানগঞ্জের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।সঙ্গে মুষলধারে বৃষ্টি। বাড়ির ওপর ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, বড় গাছ। কোথাও টিনের ছাউনি উড়ে যায়। নাককাটিগাছ এলাকা বিস্তীর্ণ অংশ ভুক্তভোগী। প্রশাসনের দেখা মেলেনি বলে গ্রামবাসীদের অভিযোগ।
শিলিগুড়িতেও ঝড়ের তাণ্ডবে কলেজ পাড়া, হাকিম পাড়া, সেবক রোডের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে। জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের কয়েকটি জায়গা। অন্যদিকে, সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে জলপাইগুড়ির মালে তিস্তার জলস্তর বেড়েছে। নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
আরও পড়ুন, কয়লাকাণ্ডে CBI তলবে সাড়া দিলেন না সওকত, মুখ্যমন্ত্রী প্রশংসা করে বললেন..
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলার রয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হতে পারে় ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা করেছে আবহাওয়া দফতর। সপ্তম দফার ভোটের দিন, অর্থাৎ শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ফল প্রকাশের দিন অর্থাৎ ৪ জুনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জুন মাসের প্রথম ৪ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে।সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি, বেশ কিছু জেলায় রয়েছে বজ্রপাতের সতর্কতাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।