দক্ষিণ ২৪ পরগনা:  পয়লা জুন ডায়মণ্ডহারবারে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এদিকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে তলব করে সিবিআই (CBI)। এবার সওকতের প্রশংসা শোনা গেল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।


এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,'সওকতের মতো ছেলেকেও মধ্যরাতে সমন পাঠিয়েছে সিবিআই। লজ্জা করে না ? কড়া ভাষায় বলেন তৃণমূল সুপ্রিমো। এজেন্সিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিবিআই, ইডি অফিসাররা মনে রাখবেন, মোদিবাবু থাকবেন না। অন্যায় করবেন না। ভোটের সময় প্রচারের মাঝে কাউকে এভাবে বাধা দেওয়া যায় না। কাউকে তুলে নেওয়া যায় না। এটা আপনারা করতে পারেন না। সওকত বাঘের বাচ্চা, মনে রাখবেন', বলেন মমতা। যদিও সিবিআইয়ের তলবে আজ সাড়া দিচ্ছেন না তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, 'ভোটের কাজে ব্যস্ত আছেন', ৪ তারিখের পর ডাকলে যাবেন বলে সিবিআইকে জনিয়েছেন, দাবি তৃণমূল বিধায়কের। ছাব্বিশের আগেই তৃণমূলের সরকার পড়বে। শাসকদলের সবাইকে গ্রেফতার করা হবে, এহেনও হুঁশিয়ারি প্রায়শই বলতে শোনা গিয়েছে, বিজেপির শীর্ষ নের্তৃত্বের মুখে।এদিন সেই বিষয়টিও নিয়ে ক্ষোভের আগুন উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


প্রসঙ্গত, মঙ্গলবার যে রুটে প্রধানমন্ত্রী রোড শো করেছেন, বুধবার সেই একই রুটে পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে করলেন প্রচার। আর এই নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। মঙ্গলবার শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মেগা রোড শো করেন নরেন্দ্র মোদি। কলকাতার বুকে এটাই ছিল তাঁর প্রথম রোড শো। আর এর ঠিক পরের দিন, একই রুটেই পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।  নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুরু করলে পদযাত্রা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, মোদিজি কাল যেখানে রোড-শো করেছেন, সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। মোদী গিয়েছিলেন রাজনীতি করতে। আমি গিয়েছিলাম, প্রতিবাদ করতে। আর নেতাজিকে স্যালুট জানাতে। 


 কুণাল ঘোষ বলেন, নেতাজির মূর্তি থেকে স্বামীজির বাসভবন। এই রুট টাই ঠিক ছিল। এবার বিজেপি পরবর্তীকালে ওখানে করেছে। ফলে এটা কখনওই নয় যে প্রধানমন্ত্রী করেছেন বলে তৃণমূল কংগ্রেস করেছে। ববং তৃণমূলের আগে থেকে ঠিক ছিল। বিজেপি আচমকা ওখানে করেছে। বিজেপি প্রার্থী  তাপস রায় বলেন, সারাজীবন সংগঠনের দিকে না তাকিয়ে উত্তর কলকাতার দিকে না তাকিয়ে , উত্তর কলকাতাকে মেয়র না দিয়ে, চেয়ারম্যান না দিয়ে একডজন দক্ষিণী মন্ত্রী, উত্তর কলকাতায় একটাও মন্ত্রী নেই। আর এরকম হঠাৎ ২ দিন আগে উদ্যোগ নিলে, প্রয়াস নিলে, সেটা তাঁদের মধ্যে তাঁদের দলের ব্যাপার। মানুষ এইসব সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়বে? শনিবার কলকাতা উত্তর কেন্দ্রে ভোট। সব উত্তর ৪ জুনেই আসবে।


আরও পড়ুন, শিলিগুড়িতে পানীয় জলে দূষণ ! পুরসভার সরবরাহ করা জল খেতে নিষেধ মেয়রের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।