কলকাতা : বেলুড় মঠে যে কোনও পুজো ও আচার অনুষ্ঠান হয় বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে। তাই আশেপাশের অন্যান্য সর্বজনীন পুজোর থেকে বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট একটু আলাদা। ১৯০১ সালে প্রথমবার মায়ের পুজো হয় বেলুড়ে। তারপর কয়েক বছর প্রতিমা পুজো হয়নি। স্বামী বিবেকানন্দ নিজেই প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। দুর্গাপুজো করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মঠ ও মঠের সন্ন্যাসীদের সম্পর্কে অনেক ভুল ধারণা দূর হয়ে গিয়েছিল।
১৯০১ সালে দুর্গাপুজোর কয়েকদিন আগে, বেলুড় মঠে দুর্গাপুজো করার স্বপ্ন দেখেছিলেন স্বামীজি। সেই সময়েই আবার স্বামী ব্রহ্মানন্দজি স্বপ্নে মা দুর্গাকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে গঙ্গা পেরিয়ে আসতে দেখেছিলেন। স্বামীজি তখন অবিলম্বে দুর্গাপুজোর প্রস্তুতি নেন।
এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, যথাক্রমে ১০, ১১, ১২ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলুড় মঠে মা দুর্গার পুজো হবে। প্রতিবারের মতো এবারও ইউটিউব চ্যানেলেপুজোর লাইভ স্ট্রিম করা হবে । এছাড়াও DD Bangla - য় পুজো সম্প্রচার হবে।
৮ অক্টোবর , মঙ্গলবার বোধন হবে সন্ধে সাড়ে ৬ টায়। বুধবার ৯ অক্টোবর কল্পারম্ভ হবে সকাল সাড়ে ৬ টায়। এ
আমন্ত্রণ এবং অধিবাস হবে সন্ধে সাড়ে ৬ টায়।
এরপর ১০ অক্টোবর , বৃহস্পতিবার সপ্তমী । পুজো শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়।
১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমী । এদিন পুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। এরপর কুমারী পুজো হবে। পূজা সকাল ৯ টায় হবে কুমারী পুজো।
অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো । সকাল ১১ টা ৪৩ থেকে থেকে দুপুর ১২ টা ৩১ পর্যন্ত হবে কুমারী পুজো।
শনিবার ১২ অক্টোবর মহানবমী। এদিন পুজো শুরু হবে সকাল সাড়ে ৫ টায়। মহানবমীর হোম শুরু হবে সকাল ৯ টা ৪৫ এ।
১৩ অক্টোবর রবিবার দশমী । পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। বিসর্জন সন্ধে ৬ টা ৪৫ এ।
প্রতিদিনই সন্ধ্যার আরতি হবে ঠাকুর রামকৃষ্ণদেবের আরতির পর , সান্ধ্যকালে।
আরও পড়ুন :
নাকানিচোবানি খাওয়াবে বুধ, সপ্তমী থেকেই চাপে থাকবে ৪ রাশি, বিরাট চ্যালেঞ্জ সামনে