Guru Gochar 2024 : বোধনের আগেই পিছু হাঁটবেন বৃহস্পতি, ৫ রাশির অবস্থা হতে পারে টালমাটাল

বুধবার,৯ অক্টোবর, সকাল ১২.৩৩ মিনিটে  বৃহস্পতি বৃষ রাশিতে বিপরীতমুখী হবে।  আগামী বছর ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী গতিই চলবে।

Continues below advertisement

দেবগুরু বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয়। কারও কুণ্ডলীতে বৃহস্পতি ইতিবাচক স্থানে থাকা মানেই সৌভাগ্যের দরজা খুলে যাওয়া।  নবরাত্রির সময় বৃহস্পতির পশ্চাদগামী হতে চলেছে। এই পিছু হাঁটার সময়ে ধীরে ধীরে গতি কমিয়ে দেয় বৃহস্পতি ।  এই গ্রহ পিছিয়ে যাওয়ার কারণে অনেক রাশির সমস্যা বাড়ে। বুধবার,৯ অক্টোবর, সকাল ১২.৩৩ মিনিটে  বৃহস্পতি বৃষ রাশিতে বিপরীতমুখী হবে।  আগামী বছর ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী গতিই চলবে। এর ফলে কিছু রাশি নেতিবাচকভাবে প্রভাব পড়তে পারে। 

Continues below advertisement

মেষ রাশি -
মেষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি গ্রহ কয়েকটি রাশির জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময়ের মধ্যে, এই রাশির হাতে থাকা কাজ বিঘ্নিত হতে পারে। চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নিলে , আপনাকে সমস্যায়  পড়তে হতে পারে। খেয়াল করে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। অন্যথায় আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে।

বৃষ রাশি - 
বৃহস্পতির বিপরীতমুখী গতি বৃষ রাশির জাতকদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা উচিত। অন্যথায় আপনার সম্পর্কে ফাটল হতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন । শরীরের যত্ন নিন,রোগ বালাইয়ের উপসর্গে প্রথম থেকেই নজর রাখুন। অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে । চিকিৎসায় অর্থের অপচয় হতে পারে।

কর্কট রাশি - 
বৃহস্পতির পশ্চাদপদ গতি কর্কট রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যয় করুন।  অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি নিয়ে তাড়াহুড়ো করবেন না। প্রচুর ক্ষতি হতে পারে।

বৃশ্চিক রাশি-
বৃহস্পতি পিছিয়ে যাওয়ার জন্য বৃশ্চিক রাশির জাতকদের জীবনে উত্থান-পতন আসতে পারে। যদি আপনার কর্মজীবনে সাফল্য পেতে চান তবে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখুন।

মকর রাশি - 
এই রাশির জাতক - জাতিকাদের ধৈর্য ধরতে হবে । যদি ভুল করেও ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কাজ নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে কর্মক্ষেত্রেও সাবধানে থাকতে হবে।   

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

  আরও পড়ুন : 

নাকানিচোবানি খাওয়াবে বুধ, সপ্তমী থেকেই চাপে থাকবে ৪ রাশি, বিরাট চ্যালেঞ্জ সামনে

Continues below advertisement
Sponsored Links by Taboola