সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তার পরেও মুখে কুলুপ এঁটে রইলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) স্ত্রী জয়শ্রী ঘোষ (Jayashree Ghosh)। ট্রাস্টের অধীনে থাকা কুন্তলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বোর্ডের সদস্য ছিলেন জয়শ্রী। জয়শ্রীর নামে বেশ কিছু সম্পত্তিরও হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর। কিন্তু জিজ্ঞাসাবাদে জয়শ্রী মুখে কুলুপ এঁটেই ছিলেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে (SSC Case)।


সম্পত্তি এবং ব্য়াঙ্কের লেনদেন সংক্রান্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল


বুধবার সিজিও কমপ্লেক্সে প্রায় চার ঘণ্টা ধরে জয়শ্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। কুন্তলের স্কুলে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে কিনা, সেই স্কুলের অ্যাকাউন্ট, জয়শ্রীর নামে থাকা সম্পত্তি এবং ব্য়াঙ্কের লেনদেন সংক্রান্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এ দিন সিজিও কমপ্লেক্সে সময় মতো পৌঁছেও যান জয়শ্রী। কিন্তু জিজ্ঞাসাবাদে আগাগোড়া জয়শ্রী মুখে কুলুপ এঁটে ছিলেন বলে জানা গিয়েছে। 


কুন্তল ঘোষের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরেই তাঁর স্ত্রী জয়শ্রীকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজারহাট-নিউটাউনের যে ফ্ল্যাট থেকে কুন্তলকে গ্রেফতার করা হয়েছিল, সেখানে কারা যাতায়াত করতেন? ফ্ল্যাটে যে বৈঠক হত, সেখানে উপস্থিত থাকতেন কারা কারা? স্ত্রী জয়শ্রী ঘোষের কাছে সেই সব বিষয়ে জানতে চান তদন্তকারীরা।


আরও পড়ুন: Santanu Banerjee: বাবার মৃত্যুতে মিলেছিল চাকরি, বিদ্যুৎ দফতর থেকেও সাসপেন্ড শান্তনু


হুগলির জিরাটে কুন্তলের ইংরেজি মাধ্যম স্কুল এবং  ডিএলএড কলেজ পরিচালনার জন্য একটা ট্রাস্টি বোর্ড রয়েছে। ইডি সূত্রের খবর, সেই ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য কুন্তলের স্ত্রী জয়শ্রী। সেই সূত্রেও এদিন তাঁকে প্রশ্ন করা হয়।

গত ২০ জানুয়ারি, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশির দিনই, নিউটাউনে কুন্তলের ফ্ল্যাটেও হানা দেয় ইডি। কুন্তলের দু'টি ফ্ল্যাট থেকে যে সব নথি উদ্ধার হয়েছিল, তাতেই পাওয়া যায় কুন্তলের স্ত্রী জয়শ্রীর নাম।


শান্তনু-কুন্তল ছাড়া কফি শপের বৈঠকে কি প্রভাবশালীরাও উপস্থিত থাকতেন?


ইডি সূত্রের খবর, তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে জানা গিয়েছে, ক্লায়েন্টদের সঙ্গে বৈঠক করতে বিভিন্ন সময়ে, কলকাতার নানা অভিজাত হোটেলের কপিশপের টেবিল বুক করতেন কুন্তল। তেমন কয়েকটি বৈঠকে ছিলেন শান্তনুও। শান্তনু-কুন্তল ছাড়া কফি শপের সেই সমস্ত বৈঠকে কি প্রভাবশালীরাও উপস্থিত থাকতেন? সেই সূত্রে ইডি-র তদন্তের আওতায় চলে এসেছে শহরের তিনটি কফিশপও।