সৌভিক মজুমদার, কলকাতা: ঝালদা পুরসভার মামলায় আদালতে বড়সড় ধাক্কা রাজ্যের। চেয়ারম্যান পদে পুনর্বহাল শীলা চট্টোপাধ্যায়, এদিন নির্দেশে জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শীলা, নির্দেশ ডিভিশন বেঞ্চের। রাজ্যের মনোনীত চেয়ারম্যান সুদীপ কর্মকারের অপসারণ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।


গত ২০ জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দিয়েছিলেন, সেটাই এদিন বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজ নিয়ে এসডিও-র নির্দেশিকার ওপরও বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। মূল মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চের।


বারবার টালমাটাল:
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কংগ্রেস কাউন্সিলরদের সমর্থনে পুরপ্রধান হয়েছিলেন শিলা চট্টোপাধ্যায়। পরদিন নিয়েছিলেন দায়িত্ব। আর তারপরের দিনই তাঁকে অপসারিত করেন মহকুমাশাসক। একই সঙ্গে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় তৃণমূল (TMC) কাউন্সিলর ও প্রাক্তন উপপুরপ্রধান সুদীপ কর্মকারকে। কাউন্সিলর পদ খারিজের নির্দেশিকাকে চ্য়ালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন, ঝালদা পুরসভার অপসারিত চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 


কংগ্রেস কউন্সিলর তপন কান্দু খুন। ওই মামলার সাক্ষীর রহস্যমৃত্যু। সিবিআই তদন্ত।- তারপর ভোট। কিন্তু পদে পদে হোঁচট খাচ্ছে ঝালদা পুরসভার কাজ। বারবার চেয়ারম্যান বদল, বারবার আইনি লড়াই। পুরসভা কার হাতে থাকবে তা নিয়ে টানা লড়ছে তৃণমূল ও কংগ্রেস।  শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সমর্থনে ঝালদার চেয়ারপার্সন নির্বাচিত হন ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। কিন্তু, পরদিনই আচমকা এই বিজ্ঞপ্তি জারি করে তাঁর অপসারণের ঘোষণা করেন মহকুমাশাসক। সুদীপ কর্মকারের চেয়ারম্যান হওয়ার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানায় পুর ও নগরোন্নয়ন দফতর। বিগত পুর নির্বাচনের পর থেকেই ঝালদা পুরসভার বোর্ড দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই টানাপোড়ন চলছে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। বিষয়টি গড়ায় কলকাতা উচ্চ আদালত পর্যন্ত । অবশেষে কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে ঝালদার পুর প্রধানের পদে নিযুক্ত করা হয় কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে। এদিকে তাঁর অপসারণের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়।

পুরসভার দখল নিয়ে বারবার আদালতে চলছে লড়াই। কিন্তু এই ঝামেলার মাঝে পড়ে প্রবল সমস্যায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় চেয়ারম্যান না হওয়ায় কী হবে পরিষেবার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঝালদা পুর এলাকায়।


আরও পড়ুন: 'অনুরোধ করব, গরীবের টাকা মারবেন না', ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র