কলকাতা: ধর্মতলাকাণ্ডে (Dharmala) ভাঙড়ের (Bhangar) মাজেরআইট এলাকা থেকে আরও এক ISF নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। গত ২১ জানুয়ারি, ISF কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। সেই ঘটনায় গতকাল ভাঙড়ের কাশীপুর থানার সহযোগিতায় মাঝেরআইট এলাকা থেকে ISF নেতাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। ধৃত আসাদুল মোল্লা ISF-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি। এর আগে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। 


হাজতেই নৌশাদ: অন্যদিকে আপাতত হাজতেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে। বিধানসভার বাজেট অধিবেশনে অংশ নেওয়ার জন্য বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইএসএফ বিধায়ক। কিন্তু, গতকাল ব্যাঙ্কশাল আদালতের বিচারক সেই আবেদন খরিজ করে দিয়ে বলেন, আইন সকলের জন্যই সমান।   


বারুইপুর মহকুমা আদালতে পেশ: পুলিশ হেফাজত শেষে আজ ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ফের তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ২১ জানুয়ারি, ISF-এর প্রতিষ্ঠা দিবসে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। 


প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা: জানা গিয়েছিল, বিধানসভা ভোটের আগে চেন্নাইয়ের এক প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছিল নৌশাদ সিদ্দিকির। এমনই চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ। ওই ব্যবসায়ীর কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল গোয়েন্দারা। এদিকে, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। 


একাধিক গ্রেফতার: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার বলে পুলিশ জানিয়েছে। ভাঙড়ের হাতিশালায় সংঘর্ষের ঘটনায় এর আগেও তৃণমূলের বুথ সভাপতি-সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। প্রশাসন চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেন না, এই ঘটনা তার প্রমাণ। দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক সওকত মোল্লার।   


আরও পড়ুন: Mamata Banerjee:পঞ্চায়েত ভোটের আগে পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সরকারি পরিষেবার বিশদ খতিয়ান মুখ্যমন্ত্রীর