অমিতাভ রথ, ঝাড়গ্রাম: তীব্র দাবদাহে প্রাণ অস্থির সকলের। গাছের পাতা পর্যন্ত নড়াচড়া করছে না। জ্বালা সহ্য হল না গজরাজেরও। এদিক ওদিক ফাঁকা দেখে সটান জলে নেমে পড়ল সে। কিন্তু গোপনীয়তা বলে কি আর কিছু আছে তার জীবনে। তাই যেই না গা ডুবিয়য়ে বসেছে জলে, শরীরটা হালকা লাগতে শুরু করেছে, অমনই আশপাশ থেকে উপচে পড়ল ভিড়। গজরাজের স্নানের মুহূর্ত মোবাইলে ক্যামেরাবন্দি করলেন ছোট থেকে বড় সকলেই (Elephant Takes Bath)। 


ঝাড়গ্রামে এ দিন তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি


শহর কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই কার্যত আগুন ছুটছে। বাইরে বেরোলেই হলকা এসে লাগছে মুখে। আবার বাড়িতেও ঘেমেনেয়ে একাকার অবস্থা। সেই আবহেই গরম সহ্য করতে না পেরে জলে নেমে যেতে দেখা গেল গজরাজকে। ঝাড়গ্রামে (Jhargram News) এ দিন তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সেই অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে আসে দাঁতাল রামলাল। প্রখর রোদ মাথায় নিয়ে সোজা জলে নেমে যায় সে। 


প্রখর রোদ মাথায় নিয়েই জঙ্গল থেকে বেরিয়েছিল রামলাল। সটান ঝাড়গ্রামের জামবনি ব্লকের আস্তি বাঁধের জলে নেমে পড়ে সে। খালের জলে গা ডুবিয়ে বেশ কিছু ক্ষণ বসে ছিল সে। বিষয়টি চাউর হতে সময় লাগেনি। ফলে স্নানে ব্যস্ত রামলালকে দেখতে খালের পাশে জড়ো হতে শুরু করেন মানুষ জন। মোবাইল বের করে রামলালের স্নানের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সকলে। তীব্র গরমে কাহিল রামলাল তার মধ্য়েই জলে বসেছিল বেশ খানি ক্ষণ। তার পর জল থেকে উঠে বেরিয়ে যায়। 


আরও পড়ুন: West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে তীব্র দহন, অবশেষে পাহাড়ে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে ?


গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও ব্যাপক গরম পড়েছে এ বার। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। বলা হয়েছিল, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আগামী কয়েক দিন। সেই মতো এ দিন ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ চড়ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ। চড়া রোদ এবং তীব্র গরম থেকে রেহাই পেতেই জঙ্গল থেকে বেরিয়ে এসে জলে নামে রামলাল।  


আরও তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ


তবে আগামী কয়েক দিনে কি এই গায়ে জ্বালা ধরানো গরম থেকে মুক্তি মিলবে? এখনই ইতিবাচক উত্তর দিতে পারছে না আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আরও তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ।  তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে । তীব্র গরম অনুভূত হবে এই সব জেলায়। তবে একটাই ক্ষীণ আশা, শনিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। তবে বৃষ্টি স্বস্তি বয়ে আনতে পারে পাহাড়ে।