অমিতাভ রথ, ঝাড়গ্রাম: জঙ্গলে শিশুর (Child Death) পচা গলা দেহ উদ্ধার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার (Jhargram) জামবনি ব্লক এর চিল্কিগড় এলাকায়। গতকাল, রবিবার, চিল্কিগড় থেকে গিধনি যাওয়ার মাঝে খাটগেড়িয়ার জঙ্গলে (Forest) এক শিশুর পচা গলা মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।


এই ঘটনা সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জামবনি থানার পুলিশকে জানায় (Jambani Police Station)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ । ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে। গতকালই ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের (Jhargram Super Speciality Hospital) মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, শিশুর মৃতদেহের পাশ থেকে বই উদ্ধার করা হয়েছে। ওই শিশুকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই গোটা বিষয়টার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন না কি অন্য কোনও কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দারা মৃত শিশুটিকে শনাক্ত করতে পারেনি।  ওই শিশুর পরিচয় জানার চেষ্টাও শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান ঘটনাটি কয়েকদিন আগের। 


এদিকে জমি নিয়ে বিবাদের জেরে এক ভাইকে খুনের অভিযোগ উঠল অপর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) ৮১ নম্বর জাতীয় সড়কের (NH-81) পাশে। এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচোল থানায় (Chanchol Police Station। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত যুবকের নাম সেলিম খান। তাঁর বয়স ৩০। ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি চাঁচল থানার হাজাৎপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবারের সদস্য মহবুল হক জানান, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ইতিমধ্যে সকলেই সেই বিবাদের মীমাংসার জন্য গ্রামে আলোচনার কথা জানায়। প্রতিদিনের মত শনিবার সকালে কাজে বের হন সেলিম খান। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর হরিশ্চন্দ্রপুর থানার ৮১ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।


আরও পড়ুন: South Dinajpur: লক্ষ্য পুরসভা নির্বাচন, বালুরঘাটে জোরকদমে প্রস্তুতি শুরু তৃণমূলের