অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেমন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, তেমনি প্রকাশ্য দিবালোকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ,ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল থানা এলাকার বাসিন্দারা।


হাতির দল কখনও  রাজ্য সড়কের উপর, কখনও জাতীয় সড়কের উপর, আবার কখনও ধান চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে। দাঁতাল হাতির দলের   তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গলমহলের বাসিন্দারা। শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রাঙ্গিয়াম এলাকায় হাতির দল চাষের জমিতে দাঁপিয়ে বেড়াচ্ছে । পাশাপাশি ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া, চাঁদাবিলা ,পাঁচামি,গিরা সহ একাধিক জায়গার চাষের জমিতে দাপিয়ে বেড়ালো প্রায় ১৮ - ২০ টির একটি দাঁতালের দল। মাথায় হাত চাষীদের।সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য বন দফতর এর পক্ষ থেকে জানানো হয়।


গতবছর থেকেই হাতির (elephant)তাণ্ডব (danger) থেকে কিছুতেই নিস্তার পাচ্ছে না ঝাড়গ্রাম জেলা (jhargram district)। তাণ্ডব অব্যাহত জায়গায় জায়গায়। ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে ঢুকে ১৩টি হাতির দল বড়পিপড়ি গ্রামের বাসিন্দা গুনা মাহাতোর বাড়ি ভেঙে দিয়েছিল। স্থানীয়রা হাতিগুলিকে তাড়া করলে সেগুলি পুকুরিয়া বিটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়। কিন্তু সেখানেও করে তাণ্ডব। অভিযোগ ছিল, পাঁচামি গ্রামের রাজু মুর্মুর বাড়ি ভেঙে দিয়েছিল তারা। সেখান থেকে স্থানীয়দের তাড়া খেয়ে পুকুরিয়া বিটের মাসাংডিহির জঙ্গলের দিকে চলে গিয়েছিল হাতির দল। কিন্তু আতঙ্ক কমেনি। ওই এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হয় সেসময়। 


আরও পড়ুন, 'ভগবানকে নিয়ে অপমানজনক শব্দ নয়', মহুয়ার সাংসদ পদ খারিজে স্মৃতির শহরে শুভেন্দু


এখানেই শেষ নয়। ঝাড়গ্রাম ব্লকের বাঁদরভোলা এলাকাতেও চল্লিশটি হাতি দাপিয়ে বেড়িয়েছিল বলে খবর। যে কোনও সময়ে খাবারের সন্ধানে তারা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করেছিল এলাকার বাসিন্দারা।গতবছরও নয়াগ্রাম, বিনপুর, জামবনি, লালগড় থানা এলাকাতেও হাতির দল  বেপরোয়া ভাবে তাণ্ডব শুরু করেছিল। সব মিলিয়ে বেশ আতঙ্কের ছবি। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বন দফতরের পক্ষ থেকে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে চলেছিল প্রায় শতাধিক হাতির দল তাণ্ডব ।