অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বুধবার ঝাড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর এলাকায় দেখা গেল এক বিশালাকার অজগর সাপ। গাছের উপর দেখতে পাওয়া যায় সাপটিকে। স্বাভাবিকভাবেই বিশালাকার অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের।
ঝাড়গ্রামে বিশালাকার সাপ দেখা যাওয়ায় আতঙ্ক-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সবে মাত্র সূর্য উঠেছে। সকালের শান্ত পরিবেশের মাঝেই গ্রামবাসীরা হঠাৎই ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান। এদিক ওদিক দেখার পরই গ্রামবাসীদের নজরে যা আসে, তাতে তাঁদের চোখ কপালে ওঠার উপক্রম। গ্রামবাসীরা দেখেন, প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ রয়েছে একটি তাল গাছের উপর। দ্রুত সাপের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা বিশালাকার ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীরাই খবর দেন বন দফতরের কর্মীদের। জানা গিয়েছে, ততক্ষণে বিশালাকার সাপটিকে দেখার জন্য তালগাছের আশেপাশে ভিড় জমান বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তাঁরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ সাপটিকে ধরার চেষ্টা চলে। এবং দীর্ঘক্ষণের চেষ্টার পর অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। বন দফতর সূত্রে খবর, বিশালাকার অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর কিছুটা স্বস্তি পান গ্রামবাসীরা।
আরও পড়ুন - Mamata Banerjee: মাওবাদীদের নাম করে ভয় দেখালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মমতার
অন্যদিকে, চলতি মাসের প্রথম দিকেই ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় এক মহিলার। শুঁড়ে পাকিয়ে তুলে ধরে তাঁকে হাতিটি আছাড় মারে বলে জানা গিয়েছে। মাটিতে আছড়ে পড়ে গুরুতর জখম হন ওই মহিলা। স্থানীয়রা ছুটে গিয়ে কোও রকমে হাতির সামনে থেকে তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।