অমিতাভ রথ, ঝাড়গ্রাম: অনির্দিষ্ট কালের জন্য ঝাড়গ্রাম জেলা জুড়ে টোটো ধর্মঘট শুরু হল কাল থেকে। শহরে মিছিল করে আজ তাদের প্রতিবাদ জানায় টোটো চালকরা। 

Continues below advertisement

আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয় টোটো সংগঠনের তরফে।সেই মত প্রতিবাদ করছিলেন তারা পাঁচমাথা মোড়ে সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর এর তরফে জানানো হয়েছে রাস্তায় টোটো চলাতে হলে টোটোর রেজিষ্ট্রেশন এবং টোটো চালকের লাইসেন্স বাধ্যতামূলক। 

তার জন্য নির্দিষ্ট টাকাও বেধে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ঝাড়গ্রাম জেলায় টোটো চলাক দের অভিযোগ সেই নিয়মের কোনো তোয়াক্কা না করে ঝাড়গ্রাম জেলা আরটিও-র তরফে একাধিক নিয়ম দেখিয়ে অনেক বেশী টাকা ধার্য করা হয়েছে। যা টোটো চালক দের এককালিন দেওয়া অসম্ভব। 

Continues below advertisement

আজ সেই প্রতিবাদে ধরণা মঞ্চে বসে ছিলেন তারা সেই সময় তৃণমুলের শ্রমিক সংগঠনের নেতা এসে তাদের উপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করেন হুমকি দেন তাতেই খেপে গিয়ে রাজ্য সড়কে অবরোধ করে টোটো চালকরা ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঝাড়গ্রাম থানার আইসি বিল্পব কর্মকার এসে তাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলে কয়েক ঘন্টার অবরোধে যানজট সৃষ্টি হয় ব্যস্ততম ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ে। 

রাজ্য সড়কে আটকে পড়ে দূরপাল্লার গাড়ি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই ঝাড়গ্রাম এর সঙ্গে বাঁকুড়া পুরুলিয়ার। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এই বিষয় নিয়ে টোটো চালকরা বলেন তাদের উপরে হামলা করছে শাসক দলের কিছু নেতা। তারা এও বলেন সরকারের সঙ্গে তাদের সুসম্পর্ক নষ্ট করতে এবং সরকার বিরোধী করতেই চক্রান্ত করছে, তারা  তারই প্রতিবাদে রাজ্য  সড়কে করেছিলেন।

প্রসঙ্গত, রাজ্যের সব টোটেকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। পুলিশ পরিবহণ দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে। 

অনলাইনের পাশাপশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রশন করানো বাধ্যতামূলক। যাঁরা করবেন না তাঁদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহণ দফতর। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনও লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।