অমিতাভ রথ, ঝাড়গ্রাম: নৃশংস এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের দক্ষিণশোলে। ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের মুখে কোপ এবং মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করায় ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা নয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার দক্ষিণশোলে খুন এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও মুখে কোপানো হয়। মাথায় ও মুখে গভীর ক্ষত দেখতে পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত হওয়ার সময় প্রাণে বাঁচতে যুবক পালানোর চেষ্টা বা ধস্তাধস্তিও করে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে সেই চিহ্ন স্পষ্ট বলেই জানা গেছে। 


প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি যুক্ত। তবে মৃত ব্যাক্তির এখনো কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি জমিকারবারিদের দৌরাত্ম্য বেড়েছে। সরকারি জমি দখল করে বেচা এবং লোকের জমিতে হুমকি দেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে সম্প্রতি।  সেক্ষেত্রে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে বলে খবর। এই ঘটনাও জমিকে কেন্দ্র করে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশেই ছোট মকরকে কেন্দ্র করে মোরগ লড়াই হয় বৃহস্পতিবার। সেখানে কোনও ঘটনা ঘটেছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। 


এদিকে, কিছুদিন আগে ঝাড়গ্রামেই বিষ খাইয়ে নিজের সন্তানকে জঙ্গলে ফেলে এসেছিলেন মা! শুনে অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এমনই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামে। গিধনির জঙ্গল থেকে চার বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের এক মাসের মাথায় তার মাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


মায়ের কোল, সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আর সেই মা-ই কিনা শিশু সন্তানের ঘাতক। জঙ্গলে নিয়ে গিয়ে বিষ খাইয়েছে নিজের সন্তানকে। এমনই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের জঙ্গল থেকে শিশু উদ্ধারের ঘটনায়। অভিযুক্ত মা-কে গ্রেফতার করেছে পুলিশ।