পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) গ্রেফতার (Arrested)। এদিন যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার করা হয়। নয়ডায় আসানসোল পুলিশের (Asansol Police) হাতে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

  


পুলিশের এফআইআরে সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি-সহ একাধিক নাম রয়েছে। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশের। প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যু হয়েছিল।                    


এদিন কলকাতা বিমানবন্দরে আনার সময় এয়ারপোর্টের বাইরে ছিল ভিড়। ছিলেন জিতেন্দ্রর মেয়েও। সাফ বলেন, 'আমার বাবা কিছু ভুল করেননি। আমার মা কিছু ভুল করেননি। রাজনৈতিক চক্রান্ত কি, না, তা মা-বাবা বলবেন। ওঁরা ভাল কাজ করতে গিয়েছিলেন। আমার আর কিচ্ছু বলার নেই। মা-বাবার সঙ্গে কোনও কথা হয়নি।'                        


গত বছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ার উদ্যোগে রামকৃষ্ণডাঙায়, শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কম্বল নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। তাতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন।             


আরও পড়ুন, প্রোমোটিংয়ের কারবারে জড়িত ধৃত শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কাও? তথ্য সংগ্রহ ইডির! 


পুলিশের তরফে দাবি করা হয়, কম্বল বিতরণের অনুষ্ঠানের জন্য কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। পাল্টা, বিজেপির তরফে দাবি করা হয়, চৈতালি তিওয়ারি আসানসোল উত্তর থানাকে চিঠি লিখে অনুষ্ঠানের বিষয়ে অবহিত করেছিলেন। এই ঘটনায় চৈতালি ও জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করে পুলিশ।


এই প্রেক্ষাপটে ২৩ ফেব্রুয়ারি, জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর, রক্ষাকবচ চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু শুনানি হওয়ার আগেই শনিবার নয়ডা থেকে গ্রেফতার হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।