আসানসোল: কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন। রবিবার আট দিনের পুলিশি হেফাজত হয়েছে তাঁর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। এই ঘটনাকে ঘিরে আসানসোল আদালতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। জিতেন্দ্রর সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন তাঁরা। প্রশ্ন তুললেন, গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল যদি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি পান, তাহলে জিতেন্দ্রর বেলায় শুধুমাত্র PCR ভ্যান কেন? রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এ দিন অভিযোগ করেন জিতেন্দ্রও।
শনিবার আসানসোল পুলিশ নয়ডা থেকে গ্রেফতার করে জিতেন্দ্রকে। তার পর রাতেই বিমানে চাপিয়ে কলকাতায় আনা হয় তাঁকে। সেখান থেকে সটান নিয়ে আসা হয় আসানসোলে। রবিবার সকালে জিতেন্দ্রকে আসানসোল আদালতে তোলে পুলিশ। সেখানে জিতেন্দ্রকে আট দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। আদালত সূত্রে খবর, নিজেই দু'দিনের পুলিশি হেফাজত চান জিতেন্দ্র। পুলিশ ১৪ দিনের হেফাজত চায় তাঁর। এর পর দুই পক্ষের সওয়াল-জবাবে আট দিনের হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় আদালত।আদালতে এ দিন নিজেই নিজের হয়ে সওয়াল করেন জিতেন্দ্র। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি থাকায়, আজ তিনি জামিনের আবেদন করবেন না বলে আদালতে জানান।
আদালতের বাইরে এ দিন জিতেন্দ্রর গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা যায় বিজেপি কর্মীদের। আদালতের সামনে মাটিতে বসে স্লোগান দেন তাঁরা। সকলের চিৎকারে গমগম করছিল আদালত চত্বর। সেই সময় জিতেন্দ্রকে নিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। অনুব্রতকে 'গরুচোর' বলে উল্লেখ করেন তাঁরা। প্রশ্ন তোলেন, অনুব্রতকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে যাতায়াত করানো হলেও, জিতেন্দ্রের বেলায় শুধুমাত্র PCR ভ্যান কেন? পুলিশের গাড়ি আটকেও বিক্ষোভ দেখান সকলে।
গতবছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী, জিতেন্দ্র-পত্নী চৈতালি তিওয়ারির ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ একঝাঁক বিজেপি নেতা। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। গত ২৩ ফেব্রুয়ারি, জিতেন্দ্র, চৈতালি-সহ পাঁচ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পরই গতকাল উত্তরপ্রদেশের নয়ডায় যমুনা এক্সপ্রেস থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সুপ্রিম কোর্টে এখনও শুনানি বাকি.
নয়ডা থেকে গ্রেফতারির পর, শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে রাত ২টো নাগাদ বিজেপি নেতা জিতেন্দ্রকে আসানসোল উত্তর থানায় আনা হয়। সকাল থেকে শুরু হয় আসানসোল আদালতে পেশ করার প্রস্তুতি। থানার সামনে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। বিজেপি নেতাকে গ্রেফতারির ঘটনায় অশান্তির আশঙ্কায় আসানসোলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।