কমলকৃষ্ণ দে, কৌশিক গাঁতাইত ও সত্যজিৎ বৈদ্য, বর্ধমান : তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (Burdwan Medical College Hospital) থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর অভিযোগ করলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwary)। আড়াই ঘণ্টা পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি না করার সিদ্ধান্ত চিকিৎসকদের। নিয়ে যাওয়া হল প্রেসিডেন্সি জেলে। বিজেপি নেতাকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। 


খুঁজে পাওয়া গেল না রোগ


প্রথমে আসানসোল জেল হাসপাতাল (Asansol Jail Hospital), সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ, সেখান থেকে এসএসকেএম (SSKM)। তিন হাসপাতালে ঘুরলেও, কোনও রোগ খুঁজে পেলেন না চিকিৎসকরা। শেষপর্যন্ত প্রেসিডেন্সি জেলে ঠাঁই হল কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারির। 


চাঞ্চল্যকর অভিযোগ


আর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় করলেন চাঞ্চল্যকর অভিযোগ করলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, ' আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন। আরও চামচাবাজি করুন টিএমসি-র। চামচা কোথাকার টিএমসি-র।' বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার আসানসোল জেল হাসপাতালে ভর্তি করা হয় জিতেন্দ্র। 


সেখান থেকে সন্ধ্যায় তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে ২ বার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ অন্যান্য পরীক্ষা করা হয়। কয়েক ঘণ্টা পরেই রেফার করা হয় এসএসকেএমে। কিন্তু অ্যাম্বুল্যান্স জোগাড় করতে দেরি হয় বলে অভিযোগ। 


গভীর রাতে কলকাতায় রওনা হওয়ার আগে বাড়ির লোক ছাড়া অ্যাম্বুল্যান্সে উঠতে অস্বীকার করেন জিতেন্দ্র। তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে অ্যাম্বুল্যান্স থেকে নেমে পড়তে চান। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করার পাশাপাশি, কলকাতা রওনা হওয়ার আগে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জিতেন্দ্র। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।


এদিন ভোর ৪ টে ১০-এ এসএসকেএমে পৌঁছনোর পর, প্রায় আড়াই ঘণ্টা ধরে বিজেপি নেতাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর, হাসপাতালে ভর্তি না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ইসিজি, ইকো, ট্রপটি- সব কিছু স্বাভাবিক থাকায় বিজেপি নেতাকে ভর্তি নেওয়া হয়নি। এসএসকেএমে থেকে বিজেপি নেতাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


রাজনৈতিক চাপানউতোর


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'অঘটন ঘটলে দায় রাজ্য সরকারকে নিতে হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব। জিতেন্দ্র তিওয়ারির চিকিৎসায় গাফিলতি।' পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'জনবিচ্ছিন্ন হয়ে অসুস্থতার নাটক করছেন।'


গতবছরের ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র-পত্নী ও আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, বিজেপিশাসিত উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 


আরও পড়ুন- ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী