প্রকাশ সিনহা, কলকাতা: শিক্ষায় নিয়োগ ছাড়া পুরসভাতেও (Municipality) কি বেআইনি নিয়োগ চক্র শান্তনুদের? 'শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার তথ্য। কম্পিউটার হার্ডডিস্ক থেকে উদ্ধার তথ্য। রাজ্যজুড়ে ৭০টি পুরসভায় নিয়োগের তথ্য মিলেছে, খবর ইডি সূত্রে। রাজ্যজুড়ে পুরসভাতেও কি বেআইনি নিয়োগের চক্র শান্তনুদের?  হার্ডডিস্ক থেকে উদ্ধার নথি দেখে প্রশ্ন ইডির, খবর সূত্রের।


রাতভর তল্লাশির পর সকাল থেকে একের পর এক তথ্য় আসছে ইডির হাতে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য় মিলেছে। ওই প্রোমোটারের অফিস থেকে ওএমআর এর অফিস থেকে মিলেছে। পাশাপাশি সেই অফিসে থাকা একটি কম্পিউটারের হার্ডডিস্ক থেকে একাধিক চাকরি বিজ্ঞপ্তির হদিস মিলেছে। সেই চাকরির পরীক্ষার একাধিক পরীক্ষার্থীর তথ্য মিলেছে। তালিকা মিলেছে। এতদিন ধরে শুধুমাত্র শিক্ষকের চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এখন অন্য চাকরির বিজ্ঞপ্তি এবং পরীক্ষার্থীর তালিকা মেলায় প্রশ্ন উঠছে শান্তনু এবং তাঁর সহযোগীরা কি অন্য চাকরির পরীক্ষাতেও দুর্নীতির মাধ্য়মে নিয়োগ হয়েছে?


রাজনৈতিক তরজা:
ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচর্য বলেন, 'তৃণমূল দলের এটি সংগঠিত করেছে। দলের মধ্যেই প্রবঞ্চক স্তর তৈরি করেছে তৃণমূলের। তাদের মাধ্যমেই এই দুর্নীতি করা হয়েছে। যা যা দুর্নীতি হয়েছে তাতে মুখ্য়মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।'


উদ্ধার ওএমআর:
ফের বিপুল সংখ্যক ওএমআর শিট উদ্ধার। এবার শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার ওএমআর শিট (OMR Sheet)। সাড়ে ৩০০ থেকে ৪০০ ওএমআর শিট উদ্ধার করেছে ইডি, খবর সূত্রের। শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে ফের জিজ্ঞাসাবাদ শুরু ইডির (ED)। অয়নকে নিয়ে সল্টলেকের অফিসে রাতভর তল্লাশি। তল্লাশিতে মেলা নথির ভিত্তিতে ফের জিজ্ঞাসাবাদ প্রোমোটার অয়ন শীলকে। শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের (Saltlake) অফিসে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য। 'রাতভর তল্লাশিতে মিলেছে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি', মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও, দাবি ইডি সূত্রের। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর সল্টলেকে প্রোমোটারের অফিসে লুকিয়ে রাখা হয় নথি, অনুমান গোয়েন্দাদের।


বিপুল সম্পত্তি:
হুগলির বেতাজ বাদশা বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আরও অন্তত ১০টি সম্পত্তির তথ্য পেল ইডি। সূত্রের খবর, গতকাল ব্যান্ডেল, বলাগড়, চুঁচুড়ায় দিনভর তল্লাশি এবং শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল ও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে। ইডি-র দাবি, প্রোমোটার অয়ন শীলের সঙ্গে টালিগঞ্জের স্টুডিয়োপাড়ার যোগাযোগ ছিল। নিয়োগ দুর্নীতির টাকা অয়নের মাধ্যমে টলিপাড়ায় বিনিয়োগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইডি। 



আরও পড়ুন: কর্মবিরতির জের, আবর্জনার স্তূপ বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে