অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : একের পক এক গ্রেফতার। নিয়োগ দুর্নীতি ঘিরে নিত্যদিনই সামনে উঠে আসা নতুন চাঞ্চল্যকর সব দাবি। এর মাঝেই অন্যদিকে, হকের চাকরির দাবিতে দীর্ঘদিন রোদে-ঝড়-বৃষ্টিতে রাস্তায় পড়ে থেকে প্রতিবাদ। চাকরির দাবি। এর মাঝেই ফের একবার অভিনব প্রতিবাদজে সামিল হলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা (SLST Job Aspirants)। ধর্মতলায় তাঁদের বিক্ষোভস্থলের কাছে SSC-র শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা।
SLST চাকরিপ্রার্থীদের দাবি, এসএসসি থাকলেও গত সাতবছর ধরে তাঁদের বিভাগে কোনও নতুন নিয়োগ হয়নি। নিজেদের ভূমিকা পালনে SSC ব্যর্থ, এমনটাই দাবি করে প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান পালন করেন চাকরিপ্রার্থীরা। প্রতিবাদীদের মধ্যেই একজন পুরোহিত মশাইয়ের সাজে স্যান্ডো গেঞ্জি ও গলায় গামছা চাপিয়েছিলেন। পাশাপাশি চিরাচরিত শ্রাদ্ধানুষ্ঠানের বদলে তাঁদের বিভিন্ন কাগজের প্ল্যাকার্ড, পোস্টার ছিঁড়ে সেগুলো আগুনে দিয়ে পালন করা হয় এই প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান।
কেন এই প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান ? জানতে চাওয়া হলে এসএলএসটি চাকরিপ্রার্থীরা জানান, মৃত ব্যক্তিরই শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। আমাদের কাছে গত সাত বছর ধরে SSC মৃত। এসএসসি একটি পরীক্ষামৃত সংস্থা। সঙ্গে প্রত্যেক বছর সরকার যে নিয়োগের-চাকরির প্রতিশ্রতি দেয়, সেগুলোও মৃত। তাই এই শ্রাদ্ধানুষ্ঠান। যাতে এসএসসি ও সরকারের কাছে বার্তা পৌঁছয়, যে দশ লক্ষ চাকরিপ্রার্থী বিএড পাশ করে বসে রয়েছে চাকরির প্রত্যাশায়, তাঁরা যেন একবার অন্তত চাকরিতে বসার সুযোগ পায়।
ধর্মতলায় তাঁদের বিক্ষোভস্থলে মাথায় কালো কাপড় চাপিয়ে চাকরির দাবিতে প্রথমে মিছিল করেন চাকরিপ্রার্থীরা। যে মিছিলের পরই তাঁরা আয়োজন করেছিলেন প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠানের। প্রসঙ্গত, আজ ধর্মতলা চত্বরে এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন শততম দিনে পা দিয়েছে। সেই দিন উপলক্ষ্যেই এই অভিনব বিক্ষোভ-আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন- চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডি-র
কিছুদিন আগেই হাতে থালা, মুখে কালি মেখে প্রতিবাদ করেছিলেন তাঁরা। মহিলাদের পরনে ছিল কালো পোশাক। স্লোগান উঠেছিল, চাকরি চাই, অন্ন চাই। মেয়ো রোডে ধর্নামঞ্চে মুখে কালি মেখে প্রতিবাদ জানান SLST চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করেছে, এই অভিযোগ তুলে নিজেদের মুখে কালি লেপেন হবু শিক্ষকরা। এর আগে রীতিমতো পুজোর ডালা সাজিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন তাঁরা। হকের চাকরি পেতে আর কতদিন রাস্তায় বসে থাকতে হবে? সরকার কবে সদয় হবে তাঁদের ওপর? কালীঘাটে মায়ের কাছে প্রশ্ন করেন SLST চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?