কলকাতা: কদিন আগেই নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অয়ন শীল। তখন থেকেই বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইডির নজরে এসেছিলেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। এবিপি আনন্দে প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। কী বললেন?
অয়ন শীলের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করেছেন শ্বেতা। তিনি বলেন, 'অয়ন শীলের সঙ্গে ২০১৮ থেকে পরিচয়। চুঁচুড়ায় অয়নের থেকে ফ্ল্যাট কিনেছিলাম। ফ্ল্যাট হ্যান্ডওভার না নেওয়ায় টাকা ফেরত দিয়েছিলেন অয়ন।' অয়নের প্রযোজনায় কাজও করেছেন তিনি। শ্বেতা বলেন, 'অয়ন শীলের প্রযোজনায় সিনেমায় কাজ করেছি, পারিশ্রমিক নিয়েছি। লিখিত নয়, মৌখিক চুক্তিতে পারিশ্রমিক দেন অয়ন। প্রোডাকশন হাউসে কাজ করতাম বলে গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন।'
কীভাবে আলাপ?
শ্বেতা চক্রবর্তী বলেন, '২০১৮-য় পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই অয়নের সঙ্গে যোগাযোগ। অয়নের প্রোডাকশন হাউস এবিএস ইনফোজোনের হয়ে সিনেমা, শর্ট ফিল্মও করি।'
যোগাযোগ থাকলেও নিয়োগ-দুর্নীতি সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি। ইডি এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। করলে অবশ্যই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
পরিবারের দাবি:
আগেই শ্বেতার বাবা জানিয়েছিলেন, আইনজীবীদের পরামর্শ নিতে শ্বেতা কলকাতায় আছে, ইডি ডাকলে যেতে রাজি। তাঁর দাবি, চুঁচুড়ায় ফ্ল্যাট কিনতে মেয়েকে টাকা দিয়েছিলেন অয়ন। তবে বেলঘরিয়ার ফ্ল্যাটের ব্যাপারে কিছু জানা নেই। মেয়ে বড় হয়েছে, সব কিছু বলে না। অন্যায় করে থাকলে শাস্তি হবে। জানিয়েছেন শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর। অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা ঢুকেছে শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ৫ দফায় ৫৫ লক্ষ টাকা ঢুকেছে শ্বেতার অ্যাকাউন্টে। অয়ন শীলের অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই তথ্য নজের আসে ইডির।
কী কারণে শ্বেতাকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন অয়ন? তা জানতে অয়ন শীলকে দফায় দফায় জেরা করছে ইডি, খবর সূত্রের। অয়নের সল্টলেকের অফিসে মিলেছে শ্বেতাকে দেওয়া গাড়ির মানি রিসিট।
অর্পিতা মুখোপাধ্য়ায়, হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের এক নারীর নাম জড়িয়েছে। প্রথমবারই শ্বেতার নাম প্রকাশ্যে আসার পরেই নানা জল্পনা সামনে আসে। খোঁজ শুরু হয়। এর মধ্যেই এবিপি আনন্দে মুখ খুললেন শ্বেতা।
আরও পড়ুন: জয়ের ২০ দিন পর কাটল জট, বিধায়ক হিসেবে শপথ নিলেন বায়রন বিশ্বাস