কলকাতা: নয় বছর ধরে এসএসসি-র ঘুম ভাঙেনি বলে অভিযোগ। তাই এবার অভিনব প্রতিবাদ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের (Upper Primary Protest)। প্রতীকী শিবরাত্রি করে এসএসসি-র (SSC) ঘুম ভাঙানোর চেষ্টা। অন্যদিকে, মেধাকে খাঁচাবন্দি করে রাখার অভিযোগ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। খাঁচা তৈরি করে তার মধ্যে বসে অভিনব প্রতিবাদ আন্দোলনকারীদের।                           


শিবরাত্রি পালন চাকরিপ্রার্থীদের: মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। মহা শিবরাত্রির দিন যখন বিভিন্ন প্রান্তে এই ছবি, তখন আরও একটি ছবি দেখা গেল এই শহরের বুকেই। চাকরিপ্রার্থীদের দাবি, SSC-র ঘুম ভাঙাতেই তাঁরা প্রতীকী শিবরাত্রির আয়োজন করেছেন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নামঞ্চে  দণ্ডি কেটে, শিবের মাথায় জল ঢেলে প্রতীকী শিবরাত্রি পালন করলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।                                           


চাকরির দাবিতে পথে আন্দোলনকারীরা: ৯ বছর ধরে চাকরির জন্য় অপেক্ষা। কিন্তু এখনও তা অধরা। এই প্রেক্ষাপটে নিয়োগের দাবিতে গতকাল পথে নামেন, আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। শুক্রবার শিয়ালদা থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারীরা। ২০১৩ সালে বিজ্ঞপ্তি বের হয় আপার প্রাইমারির, ২০১৪ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে গেজেট প্রকাশিত হয়। চাকরিপ্রার্থীদের দাবি, সেখানে আপডেটেড সিটে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ মারফৎ নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই ইন্টারভিউ এখনও হয়নি।


এর আগে গত মাসে নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা ধর্নামঞ্চে সরস্বতী পুজো সারেন। সরস্বতী সাজে এক চাকরিপ্রার্থীর শিশুকন্যাকে সাজানো হয়। অন্যায়ের প্রতিবাদে এই সাজ বলে জানান চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের প্রার্থনা একটাই সবার যেন চাকরি হয়। এই প্রতীকী সরস্বতী পুজোয় পথেই প্রতিমা থেকে পুজোর যাবতীয় উপচারের আয়োজন করা হয়। 


খাঁচায় বসে প্রতিবাদ: মেধাকে খাঁচাবন্দি করে রাখার অভিযোগ তুলে এবার কলকাতার রাস্তায় ফের চাকরিপ্রার্থীদের আন্দোলন। খাঁচা তৈরি করে তার মধ্যে বসে অভিনব প্রতিবাদ রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে প্রতীকী বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ১৮২ দিনে পড়ল রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। এদিন ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন স্মৃতি আচার্য নামে এক আন্দোলনকারী। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: Weather Update: বসন্তের শুরুতেই বৃষ্টি ভেজা কলকাতা, ফিরবে শীত?