কলকাতা: বসন্তের শুরুতেই বৃষ্টি (Rain Update) ভেজা কলকাতা (Kolkata)। ওড়িশা-ছত্তিশগড়ের উপর তৈরি ঘূর্ণাবর্তের জেরে মেঘলা আকাশ। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতার কিছু অংশে হালকা বৃষ্টিপাত। তবে এই বৃষ্টিতে শীত (Winter) ফেরার সম্ভাবনা নেই। কাল থেকেই পরিষ্কার হবে আকাশ, জানিয়েছে আবহাওয়া দফতর।                                                                                                 

আবহাওয়ার আপডেট: ফেব্রুয়ারিতেই (February) বিদায়ের পথে শীত (Winter)। রাতে (Night) ও ভোরে শীতের (Winter) পরশ থাকলেও ফাল্গুনের পঞ্চম দিনে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা (Temperature)। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আজ ফের ঊর্ধ্বমুখী পারদ। হু হু করে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা।                                            

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
18-Feb 19.0 29.0
Partly Cloudy sky
19-Feb 20.0 30.0
Partly Cloudy sky
20-Feb 21.0 31.0
Mainly Clear sky
21-Feb 21.0 31.0
Mainly Clear sky
22-Feb 21.0 32.0
Mainly Clear sky
23-Feb 21.0 32.0
Mainly Clear sky

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বাধিক আর্দ্রতা থাকবে ৯৪ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।  এদিকে, আজ সকাল পর্যন্ত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশার প্রভাব ছিল। রবিবার ও সোমবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, জেট স্ট্রিম রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।      

আরও পড়ুন: Recruitment Scam: চন্দন মণ্ডলকে রাতভর জেরা, SSC-র উপদেষ্টা কমিটির সঙ্গে যোগ! দাবি সিবিআইয়ের