সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরির দাবিতে সামিল হয়েছেন আন্দোলনে। দাবি আদায়ে নেমেছিলেন পথে। তবে চাকরির বদলে জুটেছে হাতে পুলিশের কামড়। রাত কেটেছে গারদে। বৃহস্পতিবার জামিন পেয়ে ফিরেছেন নিজের বাড়িতে। রাজ্য সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পুলিশের কামড়ে আহত ২০১৪-র টেট চাকরিপ্রার্থী অরুণিমা পাল (Arunima Pal)।


আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি: অরুণিমা পাল বলেন, "আমরা ৩০ জন গ্রেফতার হয়েছিলাম। সকলের ক্ষেত্রেই বিষয়টা মর্মান্তিক, দুর্বিষহ এবং যন্ত্রণাদায়ক। এই অভিজ্ঞতা অপ্রত্যাশিত। কাম্য নয় একেবারেই। এই আন্দোলনটা হকের। এটা কিন্তু কোনও ভিক্ষা নয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলন। সেই অনুযায়ী আমাদের নিয়োগ হওয়ার কথা। বর্তমান পর্ষদ অতীত অস্বীকার করছেন। অতীতটা দিনের আলোর মতো চাক্ষুস। আমরা শুধু বঞ্চিত নই। লড়াই করতে হচ্ছে চাকরি পাওয়ার জন্য এটা দুঃখজনক। এই দুঃখটা সমাজের। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা শাসক-বিরোধী বলে নয়। সকলে ন্যায়ের পথে থাকবে। আমাদের ন্যায্য অধিকার পাওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে। আমাদের চাকরি চুরি গেছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।''


চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে পুলিশের কামড় নিয়ে তোলপাড় রাজ্য। এবার সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনেও বলা হল, মানুষের কামড়েই ক্ষত হয়েছে অরুণিমার হাতে। আজ সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে হাতের ক্ষত পরীক্ষার জন্য আসেন অরুণিমা। তাঁর হাত পরীক্ষা করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক লেখেন, হিউম্যান বাইট, অর্থাত্‍, মানুষের কামড়ের চিহ্ন মিলেছে চাকরিপ্রার্থীর হাতে। অরুণিমাকে ঘটনার পর গ্রেফতার করা হলেও অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।   


এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। যা করতে গিয়ে, তিনি টেনে এনেছেন, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গ। সেদিন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিনের ছবি আর বুধবার চাকরিপ্রার্থীদের পুলিশের কামড়ের ছবি পাশাপাশি দিয়ে, বিরোধী দলনেতা ট্যুইটারে লিখেছেন, “নবান্ন অভিযানের দিন মমতা পুলিশের নতুন হিংস্র ও নিষ্ঠুর রেজিমেন্টের প্রমীলা বাহিনীকে কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা আজ বোঝা গেল।’’ তাঁর আরও দাবি, “যে পুলিশকর্মী চাকরিপ্রার্থীকে কামড়েছেন, তাঁকে নবান্ন অভিযানের দিনও পাঠানো হয়েছিল।’’


আরও পড়ুন: Job Seekers Agitation: কামড়কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নয়? প্রশ্ন চাকরিপ্রার্থীদের