কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার আরও এক। আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ ঘোষ। ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ। যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী তিনি। (Jadavpur University) 


কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা


শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় জয়দীপকে। তার পর রাতে গ্রেফতার করা হয়। গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। (JU Student Death)


এদিন যাদবপুর থানায় ডেকে চার জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় একজন নিরাপত্তারক্ষীকেও। ওই নিরাপত্তারক্ষীই কয়েক দিন আগে সংবাদমাধ্যমে বিস্ফোরক স্বীকারোক্তি করেছিলেন। জানিয়েছিলেন যে, পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দিতে তাঁর উপর চাপ সৃষ্টি করেন আবাসিকরা। হস্টেলের সুপার তালা লাগিয়ে দিতে বলেন বলেও দাবি করেছিলেন তিনি।


পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট রাতে তিন তলার করিডর থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে হস্টেলে পৌঁছে যায় পুলিশ। কিন্তু 
বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ। ডাকাডাকিতেও খোলা হয়নি তালা। এর পর বাইরেই দীর্ঘ ক্ষণ অপেক্ষা করে পুলিশ। পরে মধ্যরাতে হস্টেল থেকে হলুদ ট্যাক্সি বেরোতে দেখে সন্দেহ জাগে। তার পিছু নিয়ে কেপিসি হাসপাতালে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়েই ছাত্রমৃত্যুর বিষয়টি জানতে পারে পুলিশ। 


আরও পড়ুন: Jadavpur University: ছাত্রমৃত্যুতে উত্তাল পরিস্থিতি, নয়া উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গণিতের অধ্যাপককে দায়িত্ব


শুধু পুলিশকে বাধা দেওয়াই নয়, তার পরবর্তী ষড়যন্ত্রেও জয়দীপ লিপ্ত ছিলেন বলে সন্দেহ


পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ। বর্তমানে বিক্রমগড়ে থাকেন জয়দীপ। মেন হস্টেলে থাকতেন না তিনি।  ২০২১ সালে যাদবপুর থেকে আন্তর্জাতিক বিভাগে পাস আউট জয়দীপ। শুধু পুলিশকে বাধা দেওয়াই নয়, তার পরবর্তী ষড়যন্ত্রেও জয়দীপ লিপ্ত ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। রবিবার আদালতে তোলা হবে জয়দীপকে। তাঁকে হেফাজতে চাওয়া হতে পারে।


জয়দীপকে ঘিরে এই মুহূর্তে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে, সেদিন কী করছিলেন যাদবপুরের হস্টেলে? কার ফোন পেয়ে যাদবপুরের হস্টেলে এসেছিলেন জয়দীপ ঘোষ? তাঁকে হেফাজতে নিয়ে এর উত্তর পেতে চায় পুলিশ।