কলকাতা: 'যাদবপুরের (Jadavpur University Student Death) ৩-৪টি সংগঠন নো ভোট টু বিজেপি প্রচার করেছিল। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বি-টিম'। বৃহস্পতিবার যাদবপুর চত্বরে এসে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন তিনি বলেন, 'কাশ্মীর থেকে যে দল ৩৭০ ধারা তুলে দিয়েছে, সেই দল এই দেশবিরোধী দলগুলিকে তুলে ফেলে দেবে। পুলিশে কোনও আস্থা নেই, অত্যাচারীদের কঠোর সাজা চাই'। 


মৃত ছাত্রের বাবার আবেদনই সার, যাদবপুর আছে যাদবপুরেই! ছাত্রমৃত্যুর প্রতিবাদে শুভেন্দুর সভার পর ফের রণক্ষেত্রে পরিণত হয় যাদবপুর। সভা থেকে বাম-অতিবামকেও এদিন নিশানা করেন শুভেন্দু অধিকারী, প্রতিবাদে কালো পতাকা দেখানো হয়। (JU Student death)


ফুটছে রাজ্য-রাজনীতি: কলকাতা (Kolkata) থেকে জেলা, যাদবপুরের আঁচে কার্যত ফুটছে রাজ্য-রাজনীতি। এবার কোনও কলরব নয়! ছাত্রের মৃত্যুর ঘটনায় কার্যত তোলপাড় শুরু হয়েছে! কার দোষ, কার দায়, তা নিয়ে অব্যাহত চাপানউতোর! কার্যত ক্যাম্পাস দখলের লড়াই শুরু হয়েছে বলেও অভিযোগ অনেকের! গতকালও দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ ফের রাজনৈতির চাপানউতরের আঁচ দেখা গেল বিশ্ববিদ্যালয় চত্বরে। 


যাদবপুরে শুভেন্দু: এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছন শুভেন্দু (Suvendu Adhikari)। সুর চড়িয়ে ছাত্র মৃত্যুর দায় কার্যত শাসকদলের ওপরেই চাপালেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারীর প্রশ্ন, 'কেন সিসিটিভি লাগানো হয়নি, কেন অভিজিৎ চক্রবর্তীকে তাড়ানো হয়েছিল? এটা যেন বাংলায় শেষ ঘটনা হয়, মঙ্গলবার এর উত্তর শিক্ষামন্ত্রীকে দিতে হবে। বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে হিসেব বুঝে নেব। এর শেষে দেখে ছাড়ব, এদের উপড়ে ফেলব, আগামীর লড়াই চলছে, চলবে'। উল্লেখ্য, আগামীকাল মৃত ছাত্রের বাড়িতে বিজেপি যাবে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, 'কাল মৃত পড়ুয়ার বাড়িতে যাব, সঙ্গে যাবেন ১৫ জন বিজেপির বিধায়ক। এই মামলা রাজ্যের কোনও সংস্থা নয়, কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করুক। পরিবারের অনুমতি থাকলে আইনি লড়াই লড়বে বিজেপি'। 


এদিন বিরোধী দলনেতা আরও বলেন, 'কাল মৃত পড়ুয়ার বাড়িতে যাব, সঙ্গে যাবেন ১৫ জন বিজেপির বিধায়ক। এই মামলা রাজ্যের কোনও সংস্থা নয়, কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করুক। পরিবারের অনুমতি থাকলে আইনি লড়াই লড়বে বিজেপি'। পাশাপাশি তিনি আরও বলেন, 'কালিয়াগঞ্জ, রামপুরহাটে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে পাওয়া যায় না। শিক্ষামন্ত্রী যাদবপুরের মৃত পড়ুয়ার নাম বলেছেন, ব্রাত্য বসুকে নোটিস দেবে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন?'


আরও পড়ুন: JU Student Death:'মাথা গামছা দিয়ে বাঁধা, মুখে আঘাত', যাদবপুরের পড়ুয়াকে যে অবস্থায় দেখেন হলুদ ট্যাক্সি চালক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial