সত্যজিৎ বৈদ্য, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ১৪ অগাস্ট । স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাকে পথে নেমেছিলেন হাজার হাজার নারী! পুরুষও। বলা ভাল ন্যায় বিচারকামী মানুষ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এদিন ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েত করেছিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, the night is yours..আহ্বানকারীদের ডাকে সেই রাতদখল শুরু। তারপর রাতের পর রাত  'জাস্টিস ফর আর জি কর' দাবি নিয়ে রাত-দখল করেছে মানুষ।

  ১৭ তারিখ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগে শনিবার, ১৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা । 


সেই  ১৪ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর, আর জি কর হাসপাতালে হামলার একমাস পার হয়েছে । ইতিমধ্যেই কলকাতা থেকে জেলা, চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন শোনা গিয়েছে।  গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। রাজপথ হয়ে উঠেছিল ক্য়ানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হয়েছেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ। কিন্তু কবে মিলবে বিচার? আজ ফের রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তার আগে আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে পুলিশি-নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোডে বাড়ানো হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ। শ্যামবাজার মোড়েও জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পুলিশ।


এই পরিস্থিতিতে  দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে গত মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকালে, ৫ দিনে পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না। দুর্যোগ মাথায় নিয়েই, বৃষ্টিতে ভিজে স্বাস্থ্য ভবনের সামনে চলছে পড়ুয়া-চিকিৎসকদের প্রতিবাদ-অবস্থান। গত ১৪ অগাস্ট, মহিলাদের রাতদখলের সময়, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। পুলিশের পাহারা এড়িয়ে, কীভাবে সেদিন অত লোকজন ঢুকে পড়েছিল, তার উত্তর এখনও মেলেনি। অভিযোগ ওঠে, প্রমাণ লোপাটের চেষ্টাতেই হামলা চালানো হয়। ওই ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এবার রাতদখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দেশজুড়ে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ, আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।  


সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। তার আগেই ১৪ সেপ্টেম্বর ফের রাত দখল করতে চলেছে বিচারকামী মানুষ । কলকাতা থেকে জেলা, চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে আবার কি রাজপথে জনগণের গর্জন শোনা যাবে ? কবে মিলবে নির্যাতিতার বিচার ? অপেক্ষা এখন তারই।  


আরও পড়ুন :


বাংলাদেশে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে এ-বঙ্গও? রবিবার অবধি কড়া নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের