কলকাতা: তিনি কিংবদন্তি। তর্ক চললেও অনেকেই বলেন তিনি বিশ্বের সর্বকালের সেরা। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফুটবল ছেড়ে এবার নতুন রেকর্ড গড়লেন পর্তুগিজ সুপারস্টার। বিশ্বের একমাত্র অ্যাথলিট হিসেবে সোশ্যাল মিডিয়ায় ১ বিলিয়ন ফলোয়ার গড়ার রেকর্ড গড়লেন সি আর সেভেন। আর কোনও অ্যাথলিট এই বিষয়ে রোনাল্ডোর ধারেকাছেও নেই। সিআরসেভেনের ১ বিলিয়ন ফলোয়ারের মধ্যে ইনস্টাগ্রামে ৬৩৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ফেসবুকে রয়েছে ১৭০ মিলিয়ন। এক্স হ্যান্ডেলে রয়েছে ১১৩ মিলিয়ন।


নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যানেলে ৬০.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নিজের ফলোয়ার ১ বিলিয়নে পৌঁছানোর পর ভক্তদের সমর্থন জানিয়ে পোস্ট করেছেন সি আর সেভেন। আল নাসেরের হয়ে ক্লাব ফুটবল খেলা রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''আমরা ইতিহাস গড়েছি। ১ বিলিয়ন ফলোয়ার। এটা নম্বরের থেকে থেকেও গুরুত্বপূর্ণ কিছু। সবাইকে অনেক অনেক বেশি ভালবাসা।''


 



 


সম্প্রতি রিও ফার্দিনান্ডের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে রোনাল্ডো এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেছিলেন। তাঁর ম্যান ইউ ছাড়ার নেপথ্যেও তিনি ডাচ এরিক টেন হ্যাগের সঙ্গে মতবিরোধকেই দায়ী করেছিলেন। 


রোনাল্ডো বলেছিলেন, ম্যান ইউয়ের উচিত সব কিছু নতুন করে গড়ে তোলা। এরিক টেন হ্যাগ যে বলেছিলেন ক্লাব সর্বোচ্চ সম্মানের জন্য লড়াই করতে পারবে না, তারও কড়া সমালোচনা করেছিলেন সি আর সেভেন।


এরিক টেন হ্যাগ বলেছেন, 'ও বলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ জিততে পারবে না। ভাল করে ওর সাক্ষাৎকার পড়লে বুঝতে পারবেন কথাটা ও বলেছে। ও তো অনেক দূরের সৌদি আরবে রয়েছে।ম্যাঞ্চেস্টার থেকে যা অনেক দূরে। প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে।' উল্লেখ্য, গত ইউরোর পর অনেকেই ভেবেছিলেন যে হয়ত আন্তর্জাতিক ফুটলকে অবসর নিয়ে নিতে পারেন। কিন্তু রোনাল্ডো এখনও অবসরের কথা ঘোষণা করেননি। বরঞ্চ তিনি এখনও খেলছেন। এমনকী পারফর্মও করছেন ধারাবাহিকভাবে।


আরও পড়ুন: নতুন লক্ষ্য সামনে, কান্তিভারায় আজ আইএসএল অভিযান শুরু লাল হলুদের, সামনে বেঙ্গালুরু