কলকাতা: নিজেদের দাবিতে অনড় থেকে রাজ্য সরকারকে পাল্টা জোড়া ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Agitation)। স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী যে অপেক্ষা করছেন তা তাঁরা জানতেন না। একইসঙ্গে স্বাস্থ্যকর্তা, পুলিশ কমিশনার সহ পুলিশের আরও দুই কর্তার পদত্যাগের দাবিও জানিয়েছেন। পাশাপাশি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের বার্তা আসার আগে এদিন এই ইমেল করেন জুনিয়র ডাক্তাররা।


পাল্টা জোড়া ইমেল: দুপুর থেকে রাত পেরিয়ে ফের দুপুর। লালবাজারকে ছাপিয়ে গেল জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনের ধর্না। স্বাস্থ্যকর্তাদের ইস্তফার দাবিতে অনড় তাঁরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা বলেন, 'মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, এমন তথ্য স্বাস্থ্যসচিবের পাঠানো ইমেলে ছিল না।' মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেল করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সন্দীপ ঘোষকে আইন অনুযায়ী সাসপেন্ড করতে হবে, স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্যকর্তাদের অপসারণ করতে হবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ ও ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে পদক্ষেপ। সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। সরকারি হাসপাতালে হুমকি-সংস্কৃতি বন্ধ করতে হবে। বৈঠকে অন্তত ৩০ জনের প্রতিনিধি থাকতে দিতে হবে। বৈঠকের লাইভ সম্প্রচার করতে দিতে হবে।'


এদিকে আন্দোলনকারী চিকিৎসকদের লালবাজার অভিযানের সময়, সেই ছবি ফিরে এল স্বাস্থ্যভবনের সামনে। ফের আন্দোলনরত চিকিৎসকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাধারণ মানুষ। কেউ এগিয়ে দিচ্ছেন জল, কেউ চা-বিস্কুট-খাবার। একটু একটু করে এতটাই জমেছে খাবারের পাহাড়, নতুন করে খাবার না পাঠাতে অনুরোধ করেছেন আন্দোলনকারীরা। অনুরোধ করেছেন, কেউ চাইলে খেয়েও যেতে পারেন। 


অন্যদিকে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি চার জুনিয়র চিকিৎসক। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে এই জুনিয়র চিকিৎসকদের নাম উঠে আসে। এই প্রথমবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  অন্যদিকে, আর জি কর মেডিক্যালে ED-র আর্থিক দুর্নীতি মামলায় এদিন সিজিও কমপ্লেক্সে আসেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে আখতারই প্রথম অভিযোগ তোলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Protest: 'আমাদের দাবিকে মুখ্যমন্ত্রী নস্যাৎ করেছেন,' ক্ষতিপূরণ ইস্যুতে পাল্টা চ্যালেঞ্জ নির্যাতিতার কাকিমার