ঝিলম করঞ্জাই, কলকাতা: কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা। কাল স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করবেন জুনিয়র ডাক্তাররা।


বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের: আগামীকাল বিকেল ৩টে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মিছিলে সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা। শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা। তবে আংশিক কর্মবিরতিও জারি থাকবে। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, আন্দোলন একটি জায়গায় আটকে রাখা যাবে না। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না। কাল মিছিলের পর তাঁরা নিজেদের কলেজে ফিরে যাবেন তাঁরা। একইসঙ্গে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, যতদিন প্রকৃত দোষীরা না ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে। পাশাপাশি কাল থেকে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা। একইসঙ্গে ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে ও রাজ্যের নির্দেশিকা কবে কার্যকর হয় সেদিকেও নজর থাকবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 


কাল স্বাস্থ্যভবন চত্বর থেকে উঠছে ধর্না। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন চিকিৎসক অনিকেত মাহাতো জানিয়েছেন, "শুক্রবার বিকেল ৩টে আমরা স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই মানবিক জায়গা থেকে এড়িয়ে যেতে পারি না। একটা কমিটি তৈরি করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হবে। অভয়া ক্লিনিক শুরু করছি। জরুরি বিভাগে পরিষেবা শনিবার থেকে শুরু করছি।'' পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তাঁরা। অনিকেত জানান, "দ্বিতীয় অভয়া যাতে না ঘটে তার দাবিতে লড়াই জারি থাকবে।'' এদিন আরেক জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, "নিজ নিজ কলেজে ফিরে গিয়ে একটা SOP তৈরি করব যে জরুরি কাজ বলতে আমরা কোন কোন ক্ষেত্র বুঝতে পারছি। আন্দোলনের আংশিক জয় মনে করে আমরা শনিবার থেকে আংশিকভাবে জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছি। যা যা পাওয়া বাকি আছে তার দাবিতে আংশিক কর্মবিরতিও চলবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: West Bengal Hospital Security: হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের, কী নির্দেশ?