কলকাতা: বিচারের দাবিতে ফের রাজপথে গর্জন। কলকাতা থেকে জেলা, বিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে দিকে দিকে মশাল, মোমবাতি হাতে নাগরিক সমাজও। রাজপথ থেকে অলিগলি, 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। 


বিচারের দাবিতে পথে: সোমবার, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আরও একবার জ্বলে উঠল মশাল। রাজপথে প্রতিবাদের ঢেউ।  রবিবাসরীয় সন্ধেয় কলকাতার বিভিন্ন প্রান্তে মশাল হাতে মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। এদিন সন্ধেয় কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজ থেকে ডানলপ পর্যন্ত মিছিল করলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের পাশাপাশি, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা। মিছিলে অংশগ্রহণকারী জুনিয়র ডাক্তার বলেন, "সরকার বলেছিলেন আমাদের উনি সুরক্ষা দিতে পারবেন, তাদের ওপর ভরসা রাখতে। সেই ভরসাটা আমি রেখেছিলাম। তারপরে ২৭ তারিখে আবার আমরা দেখতে পেলাম সাগর দত্তে যে ঘটনাটা ঘটল, তাতে দেখা গেল, আমরা কেউই সুরক্ষিত নই। আমরা ভরসা রাখতে পারছি না। আন্দোলন তাই চলছে। অবশ্য়ই অভয়ার বিচারের দাবিটা আমাদের প্রথম দাবি এবং আমাদের সুরক্ষার দাবিতে যাতে পরবর্তীকালে আর কোনও অভয়া না হয়, তার জন্য় আমাদের আন্দোলন চলবে।''


এদিকে, আর জি কর হাসপাতাল থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের আরেকটি মিছিল। শ্য়ামবাজার পাঁচ মাথার মোড়ে মিছিল শেষের পর, মানববন্ধন করেন জুনিয়র ডাক্তাররা। SSKM, মেডিক্য়াল কলেজ ও  নীলরতন সরকার মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকে তিনটি মিছিল এসে জড়ো হয় ধর্মতলায়। SSKM-এর জুনিয়র ডাক্তারদের মিছিলে, হাতে মশালের পাশাপাশি, দেখা যায় জাতীয় পতাকা। SSKM হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক বলেন,  "চারিদিকে দেখছি, বারবার সবাই বলছে, আর জি কর বানিয়ে দেব। চারিদিকে বিভিন্ন হুমকি চলছে। আমরা বলছি, আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। আমরা দ্রোহ দেখাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের ৪ ও ৫ নম্বর দাবি, যেগুলো রোগী স্বার্থ এবং ডাক্তার-সুরক্ষার সঙ্গে যুক্ত, সেগুলো কিচ্ছু পূর্ণ হয়নি। আমরা রাস্তা ছাড়ব না। আমরা লড়াই ছাড়ব না। এই লড়াই চলবে।''


অন্যদিকে দিকে, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে এদিন যাদবপুরে মিছিল করেন, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তনীরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে, হাওড়ার কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মৌনমিছিল করলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা। বেহালায় প্রতিবাদে সামিল হন কলকাতা পুরসভার ১২৯ ও ১৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Purulia News: 'নুন খেলে গাইতে হবে গুণ' এবার পুরপ্রধানের নিশানায় লোকশিল্পীরা