সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সরকারের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় পুরুলিয়ার (Purulia News) পুরপ্রধানের রোষে লোকশিল্পীরা। হুঁশিয়ারির সুরে পুরপ্রধান বলেন, 'সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছেন, আবার সরকারের বিরুদ্ধে আন্দোলনেও যোগ দিচ্ছেন। দু-নৌকায় পা দিয়ে চললে হবে না, গাছেরও খাবে তলারও কুড়োবে।'


পুরুলিয়ায় ৫০০ লোকশিল্পীকে জেলা ভিত্তিক সম্মেলনের মধ্য দিয়ে এই উৎসবের আমেজ তৈরি হয়। সেখানেই বির্তকে জড়ান পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। সরকারি নথিভুক্ত লোক শিল্পীদের কার্যত হুঁশিয়ারি দেন তিনি। ২৮ সেপ্টেম্বর পুরুলিয়া শহরে স্থানীয় রবীন্দ্র ভবনে এক দিনের শিল্পী কর্মশালা হয়। জেলা তথ্য সাংস্কৃতিক দফতরের সহযোগিতায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত ওই অনুষ্ঠানে এইভাবেই  হুঁশিয়ারি দেন তিনি।


জেলায় এই মুহূর্তে ২১ হাজার ৯০০ নথিভুক্ত শিল্পী রয়েছেন।  বিভিন্ন সময় তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে ডাক পান। কোথাও সরকার বিরোধী সভা বা কোথাও বিরোধী দলের প্রচারে এই শিল্পীরা ডাক পেয়ে সেখানে যান। আর এই নিয়ে পুরপ্রধান বলেন, "সরকারের বিরুদ্ধে ডেপুটেশন হবে আন্দলন হবে, সরকারের বিরুদ্ধে কুশপুতুল দাহ করা হবে, আর সেই প্রোগ্রামে শিল্পীরা হাজির হবে। এটা মানানসই এটা করা যায়। সরকারি ভাতা প্রাপক যে শিল্পী সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে সেই মঞ্চে থাকছে, এটা কী নিয়ম? দুদিকে দুনৌকায় পা দিয়ে চলা যায় না। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোনও সরকারী ভাতা নেব না, কোনও সম্মান পেয়ে থাকলে পুরস্কার ফিরিয়ে দেব, কার্ড সারেন্ডার করে দেব।''


উপস্থিত শিল্পীদের মধ্যে এই নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। জেলার প্রখ্যাত ঝুমুর শিল্পী শিশুপাল সহিস বলেন, "যখন সরকারের প্রচার অনুষ্ঠান হবে তখন না হয় সরকারের কথা সরকারের যে সমস্ত বক্তব্য থাকে সেই বক্তব্যের উপরে আমরা গান গাই। আর কোনও বেসরকারি অনুষ্ঠান থাকে তাহলে সেখানে কেউ অনুরোধ করলে আমরা না করতে পারি না। আসলে এই ধরনের বক্তব্যটা উচিত নয়। কেন না শিল্পী তো কোনও রাজনৈতিক দলের নয়। শিল্পী নিজেই নিজের জায়গা তৈরি করেছে। আমাকে মান্যতা দিচ্ছে বলে আমাকে সরকারের পেছনে ছুটতে হচ্ছে সেটা নয়। তাহলে কথাটা অনুচিত, বলাটা ঠিক হয়নি। জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, "বক্তা নিজের বাক স্বাধীনতা থেকেই এই কথা বলে থাকতে পারেন। তবে, সরকারি মঞ্চে এই কথা হয়ত বাঞ্ছনীয় নয়।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে এদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেব' হুমায়ুনকে নিশানা শুভেন্দুর