সন্দীপ সরকার, কলকাতা: অনশনের সাড়ে চারদিন পার। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা।
আমরণ মঞ্চে এসে জুনিয়রদের সঙ্গে কথা বলেন সিনিয়র চিকিৎসকরা। পাশে থাকার বার্তা দিয়ে আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ করতে এবার জুনিয়র ডাক্তারদের কাছে এলেন সিনিয়র ডাক্তারদের একাংশ।
সিনিয়র ডাক্তার সুবীর গঙ্গোপাধ্যায়, কাজলকৃষ্ণ বণিকরা বলেন, 'বাংলার মানুষের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের দাবিই আমাদেরও দাবি। কিন্তু ওঁরা তো আমাদের সন্তানসম। তাই চিন্তা হয়। এটাই বলার যে নিজেদের জীবন বাজি রেখে এই আমরণ অনশন নয়। আন্দোলন চলুক। প্রশাসনের কাছে অনুরোধ করে চলেছি যে জুনিয়র ডাক্তারদের যে দাবি তা সকলের। তাই প্রশাসনের উচিত আরেকটু উদার, আরেকটু মানবিক, আরেকটু সহনশীল হওয়ার। সে কথা আমাদের ছাত্রছাত্রী, ভাইবোন, জুনিয়র চিকিৎসকদের বলতে এসেছি।'
এদিকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বেশ কয়েকজন জুনিয়রদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন করছেন। অন্যদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে সোমবার থেকে আংশিক কর্মবিরতিতে যাচ্ছেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের একাংশ।
আরও পড়ুন, 'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা
জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার আংশিক কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের ডাক্তারদেরও। সোমবার থেকে আংশিক কর্মবিরতি শুরু করতে চলেছে অ্যাপোলো হাসপাতালের ডাক্তারদের একাংশ।হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন শতাধিক চিকিৎসক। সোমবার অ্যাপোলো হাসপাতালে আউটডোর পরিষেবা মিলবে না, ঘোষণা ডাক্তারদের।
সরকার চায় না সমস্যার সমাধান হোক, সরকারের জমিদারসুলভ আচরণের কারণেই জট কাটছে না। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে