কলকাতা: ধর্মতলায় অনশনের ৮দিন। ধর্ষণ-খুনের বিচার থেকে নিরাপত্তা ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে এবার বিজেপি কর্মীদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
অনশনের অষ্টম দিন: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি ৩ সহযোদ্ধা। তারপরও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার ধর্নামঞ্চে অনশনের আজ অষ্টম দিন। এই আবহে বিজেপি কর্মীদের সুকান্ত মজুমদার নির্দেশ দিয়েছেন, "কালো শক্তির হাত থেকে চিকিৎসকদের বাঁচাতে হবে। ডাক্তারদের যে কোনও কর্মসূচিতে পাশে দাঁড়ান। আন্দোলনে যোগ দিন।''
এদিকে আর জি কর-কাণ্ডের বিচার, নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে যখন ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররার, তখন ফের SSKM-এ উঠল দুষ্কৃতী-তাণ্ডবে অভিযোগ। হকি স্টিক, উইকেটের আঘাটে মাথা ফাটল রোগীর আত্মীয়র। রবিবার সকালে হামলার ঘটনা ঘটল SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের সামনে। পুলিশ সূত্রে খবর, অন্য কোথাও দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। এক পক্ষ অপর পক্ষকে খুঁজতে মোটরবাইক চড়ে, হকি স্টিক, উইকেট নিয়ে হাসপাতালে আসে। এরপরই শুরু হয় তাণ্ডব। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বাঁকুড়া থেকে আসা এক রোগীর ছেলের। স্বাধীনতা দিবসের আগের রাতে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীদের দল। পুলিশের সামনে অবাধে ভাঙচুর করা হয় হাসপাতালে। সেই ঘটনার ২ মাস পরেও অরক্ষিত সরকারি হাসপাতাল? নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন রোগী পরিজনরা।
আর জি কর-এ দুষ্কৃতী তাণ্ডবের কয়েক দিন পরেই হামলা হয় এসএসকেএমে। এক নাবালকের মৃত্য়ুতে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে মৃতের পরিজনদের বিরুদ্ধে। গাফিলতিতে রোগী-মৃত্য়ুর অভিযোগে গত মাসে তুলকালাম বাধে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে। জনিয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। আর জি কর-কাণ্ডের পরেও যে সরকারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা বদলায়নি, তার প্রমাণ এদিনের ঘটনা। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল? এসএসকেএমের ঘটনার পর যখন উঠছে এইসব প্রশ্ন, তখনই নড়েচড়ে বসে পুলিশ। হাসপাতালের সামনে বসানো হয় গার্ড রেল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Doctors Hunger Strike: জুনিয়র ডাক্তারদের পাশে, প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা