কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন (Doctors Protest) আরও ২ অনশনকারী জুনিয়র ডাক্তার। ছাড়া পেলেন অনুষ্টুপ মুখোপাধ্য়ায় এবং পুলস্ত্য আচার্য। টানা অনশন চালিয়ে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য় আচার্য। তাঁকে ভর্তি করা হয় NRS হাসপাতালের সিসিইউতে। ভর্তির ছয় দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। ছাড়া পেয়েই ধর্মতলার মঞ্চে ফিরে যাওয়ার কথা জানালেন জুনিয়র ডাক্তার পুলস্ত্য়। অন্য়দিকে, মেডিক্য়াল কলেজ থেকে ছাড়া পেলেন আরেক জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়। গত শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে মেডিক্য়াল কলেজে ভর্তি হন তিনি।



হাসপাতাল থেকে মুক্তি: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য় আচার্য বলেন, "স্বাস্থ্য়সচিবের বিষয় অনড়। আমি ওখানেই ফিরব। আপাতত বাড়ি ফিরব। দুষ্ট গুরু শূন্য় গোয়াল ভাল। স্বাস্থ্য়সচিবকে সরিয়ে দিক। যা ভাল হবে।'' হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অনুষ্টুপ মুখোপাধ্য়ায় বলেন, "আমরা পায়ে পরছি ১০ দফা দাবি মেনে নিন। আপনি অনেক দিন আগেই মেনে নিতে পারতেন। উনিও বলেছেন আমাদের দাবিটা ন্য়ায্য় দাবি।''


জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই গতকাল শনিবার ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে গেলেন রাজ্য প্রশাসনের সর্বোচ্চ দুই আধিকারিক। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ফোনে কথা বলেন। অনশন থেকে সরে আসার আর্জি জানান। কিন্তু, তাতেও কাটল না জট। জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন, দাবিপূরণ না হওয়া অবধি তাঁরা অনশন প্রত্য়াহার করবেন না। এরপরই সোমবার বিকেল ৫টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার সময় দিলেন মুখ্যমন্ত্রী। 

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। এরপর, ফোনে সরাসরি মুখ্যমন্ত্রী কথা বলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। স্বাস্থ্যসচিবকে অপসারণের দাবি নিয়ে, মুখ্যমন্ত্রী ফের সাফ জানিয়ে দেন, তা সম্ভব নয়। মেডিক্যাল কলেজগুলিতে সংসদ নির্বাচনের জন্য ৩-৪ মাস সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "আপনারা আমাকে নির্বাচনের কথা তখন বলেছিলেন। আমি চাই কলেজ, বিশ্ববিদ্য়ালয়, মেডিক্য়াল কলেজগুলোয় একসঙ্গে নির্বাচন হোক। আমি বলছি তিন চার মাস আমায় সময় দিন, আমি প্রক্রিয়া তৈরি করে আমি দেখে নেব।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: দীপাবলির আগে ভাসবে রাজ্য, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা