কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রায় ৩ মাস পার। বিচার চেয়ে আগামীকাল অর্থাৎ শনিবার ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অন্যদিকে, এদিনই গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন।


রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন...আর জি কর মেডিক্যালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রায় তিন মাস পার! ৯ অগাস্ট সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ৯ নভেম্বর অর্থাৎ শনিবার ৩ মাস পূর্ণ হচ্ছে। এই প্রেক্ষাপটে শনিবার ফের পথে নামছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ৯ নভেম্বর দুপুর ৩টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।


আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণের ৮৭ দিনের মাথায় সোমবার, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। পরপর দুদিন সুপ্রিম কোর্টে শুনানি পিছনোর পর বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই প্রেক্ষাপটে শনিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার পথে নামা নিয়ে প্রতিবাদী চিকিৎসক কিঞ্জল নন্দ একটি ফেসবুক লাইভে বলেন, '৯০তম দিনে দাঁড়িয়েও অভয়া সুবিচার পায়নি।দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া যথেষ্ট প্রশ্নের অবকাশ রাখে। ওদিকে কলেজের পুনরায় ভয়ের রাজনীতির নিজেদের মৌরসিপাট্টা কায়েমের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বাংলার প্রত্যেক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে গ্রাম এবং শহর,কারখানা থেকে খেত, হাসপাতাল থেকে রাজপথ - প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।'


শনিবারই রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মিছিল শেষে এই কর্মসূচিতেও যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে শনিবার দুপুর তিনটেয় স্টার থিয়েটারে গণ কনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন, যে সংগঠনের একাধিক সদস্য় থ্রেট কালচারে জ়ড়িত বলে অভিযোগ। 


আরও পড়ুন: Shah Rukh Khan: আইনজীবীর চুরি করা ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে শাহরুখ খানকে? চলছে তদন্ত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।