সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস , শিবাশিস মৌলিক, কলকাতা : সোমবার নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে কড়া প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর সিবিআই তদন্ত প্রসঙ্গে বিচারপতির মুখে ভোটের কথা উঠে আসার পর, ফের এজেন্সিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর অভিযোগে সরব হয়েছে সিপিএম। বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপিও। 


একটা চাকরির আশায়, রাস্তায় বসে চোখের জল ফেলছে এই তরুণ-তরুণীরা। অপেক্ষায় কেটে যাচ্ছে মাসের পর মাস... বছরের পর বছর! কিন্তু, বিচারের জন্য় যে সিবিআই তদন্তের দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন, তা কি রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে? কেবল মাত্র ভোট এলেই কি সক্রিয় হয় এজেন্সি? বাকি সময় কি তা হিমঘরে চলে যায়? না, কোনও বিরোধী দল নয়! এবার কার্যত এই প্রশ্ন তুলে দিল স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য়! নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিক সন্দেহভাজনের নাম সোমবার আদালতে জমা দেয় সিবিআই। 
যা দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, এ তো সব মহাপুরুষ! কবে জিজ্ঞাসাবাদ করবেন?

এই প্রশ্নের উত্তরে সিবিআই জানায়, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি আছে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন করেন, কবে করবেন? লোকসভা ভোটের দিন ঘোষণার পরে? তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি অমৃতা সিন্হা, সিবিআইয়ের উদ্দেশেই প্রশ্ন করেছিলেন, একই ধরনের সব রিপোর্ট দিচ্ছেন, পুরনো তথ্যে ভরা। অগ্রগতি কোথায়? আদৌ কি তদন্তে কোনও অগ্রগতি আছে? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন? 

বারবার দুর্নীতির তদন্ত প্রসঙ্গে বিচারপতিদের মুখে ভোটের প্রসঙ্গ উঠে আসায় সিপিএম প্রশ্ন তুলছে, তাহলে কি এবার আদালতও মনে করছে, এজেন্সি শুধু ভোট এলেই সক্রিয় হয়? দুর্নীতির তদন্ত কি রাজনীতির ঘূর্ণিতে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে? এজেন্সির রশি কি রাজনৈতিক বসদের হাতে?

সিবিআই এদিন হাইকোর্টে জানায়, সন্দেহভাজনদের মধ্য়ে কয়েকজন জনপ্রতিনিধি আছেন। কাউন্সিলর আছেন, বিধায়ক আছেন। একথা বলতে গিয়ে সিবিআইয়ের আইনজীবী বলেন, ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, 'হাম সব চোর হ্যায়'। এরপর বিচারপতি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন, পাখির পালক দিয়ে হাওয়া করলে হবে না।                                     


আরও পড়ুন :


মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি এখনও কেন পেলেন না অনামিকা? কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের