সৌভিক মজুমদার, কলকাতা: বসে আছেন কেন? নতুন তথ্য তো পেলেন। এবার তদন্ত করুন। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ( Murshidabad District Primary School Council) পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে স্বজনপোষণ করে স্ত্রীকে স্কুলে (Recruitment Scam) চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় CID-কে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।


কী হয়েছে...
স্বজনপোষণ করে স্ত্রীকে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের গোঠা হাইসকুলের এই মামলায়, CID-কে উদ্দেশ্য করে বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করলেন,  বসে আছেন কেন? নতুন তথ্য তো পেলেন। এবার সিরাজউদ্দিনের বিরুদ্ধে তদন্ত করুন। নিম্ন আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন আদালতে CID-র আইনজীবী বলেন, 'মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারির জবানবন্দি CID-কে ফেরত দিচ্ছে না নিম্ন আদালত। যে নথি কেস ডাইরিতে থাকা উচিত সেটা রয়েছে নিম্ন আদালতের কেস রেকর্ডে। আবেদন জানানো হলেও ফেরত দিচ্ছে না আদালত। লোয়ার কোর্ট অর্ডার বা LCR থেকে এক অভিযুক্ত, যিনি বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন তাঁর জামিনের আবেদন হারিয়ে গেছে।' এর আগেও মুর্শিদাবাদের এই স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় CID-কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ও তাঁর ছেলে, মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি-সহ ৬ জন। পুজোর ছুটির পর ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।


প্রেক্ষাপট..
চলতি বছরের শুরুতেই, গোঠা এ রহমান হাইস্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেশ তিওয়ারির বিরুদ্ধে। তদন্তে নেমে গত ১৩ ফেব্রুয়ারি গোঠা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার হন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের কর্মী নিত্যগোপাল মাজি এবং অবসরপ্রাপ্ত কর্মী অঞ্জনা মজুমদারও। পরে, জুলাই মাসে গ্রেফতার হন মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি। দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। ভোট দিতে বাড়ি ফেরেন। খবর পেয়েই তাকে পাকড়াও করে সিআইডি।


আরও পড়ুন:নৈহাটির পুরোহিত, কুমোরটুলির প্রতিমা! মিউনিখেও পঞ্জিকা মতে দেবী আরাধনা