প্রকাশ সিনহা, কলকাতা: আদালতে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) সশরীরের পেশ করা হচ্ছে না। তার বদলে ভার্চুয়ালি পেশ করা হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, তাঁকে আনফিট বলে জানিয়েছেন জেল চিকিৎসক। সেই কারণেই তাঁকে এদিন আদালতে সশরীরে পেশ করা হচ্ছে না।
এর আগে রেশন দুর্নীতি মামলা (Ration Scam) গ্রেফতারির পর থেকে ২ বার পেশ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেটাও এসিজেএম-এর ভ্যাকেশান কোর্টে পেশ করা হয়েছে। আজই ইডির স্পেশাল কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু, আজ জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁর হাত ও পায়ে খুব ব্যথা হচ্ছে। সেই কথা শোনার পরে তড়িঘড়ি জেলের চিকিৎসক গিয়ে তাঁকে দেখেন। খতিয়ে দেখার পরে তাঁর রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিককে 'আনফিট' বলে জানান জেলের চিকিৎসক। তারপরেই সশীরের আদালতে হাজির না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে আজ। সেই কারণেই আদালতে পেশ করা হচ্ছে তাঁকে।
জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) বারবারই দাবি করেছেন তিনি অসুস্থ। তাঁর হাত ও পায়ে প্যারালিসিস হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। রবিবার সন্ধেয় তাঁকে জেলে নিয়ে যাওয়ার সময় তীব্র আপত্তি তোলেন তিনি। জেলের সেল নয়, এসএসকেএম-এ থাকবেন তিনি। এমনটাই দাবি করতে শোনা যায় তাকে। ' আমি এই সেলে থাকব? আমি রাজ্যের মন্ত্রী।জেল রাজ্য সরকারের আওতায়। আমি এই সেলে থাকব না। আমার শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাকে SSKM-এ পাঠিয়ে দেওয়া হোক।' যদিও সেই দাবি মানা হয়নি। পরে আবার আলাদা করে মোবাইল ফোন ব্যবহার করার দাবিও করেছিলেন তিনি। শরীর খারাপ বলে বারবার দাবি করেছিলেন তিনি। প্রথমে ইডি তাঁকে গ্রেফতার করে আদালতে তোলার পরে সেদিনও আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপরে অ্য়াপেলো হাসপাতালে চিকিৎসার পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছিল।
জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের- (Partha Chatterjee) পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর দুজনেই রয়েছেন একই ওয়ার্ডে। আদালতের নির্দেশে পার্থ খাট পেলেও, জেল সূত্রে খবর, মাটিতে শুতে হচ্ছে জ্য়োতিপ্রিয়কে।