পৃথা দাশগুপ্ত, আবীর দত্ত ও সুনীত হালদার, কলকাতা: KK’র মতই স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের (Gurudas College) অনুষ্ঠানে ছিলেন শিল্পী শুভলক্ষ্মী দে (Subhalaxmi DEY)। নজরুল মঞ্চের বাইরের ভিড় দেখে প্রথমে গাড়ি থেকে নামতেই চাইছিলেন না কে কে। এমনটাই জানিয়েছেন শুভলক্ষ্ণী। বেলাগাম ভিড়ের কথা জানিয়েছেন KK’র অনুষ্ঠানের সঞ্চালকরাও।


বেলাগাম ভিড়, দর্শকদের উন্মাদনা, উচ্ছ্বাস... মঙ্গলবার (Tuesday) কে কে’র অনুষ্ঠান শুরু হওয়ার আগের এই ছবিটাই, পরে সম্পূর্ণ বদলে গেল! প্রিয় শিল্পীর হঠাৎ মৃত্যু যেন কোনও ভাবেই মেনে নিতে পারছেন কেউ। নজরুল মঞ্চের (Najrul Manch) বাইরে এই বিশাল ভিড় দেখে প্রথমে গাড়ি থেকে নামতেই চাইছিলেন না কে কে। এমনটাই জানিয়েছেন, স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানের অন্যতম শিল্পী শুভলক্ষ্মী দে।


শুভলক্ষ্মী দে জানিয়েছেন, ওভার ক্রাউডেড ভিতরে হয়নি, বাইরে হয়েছিল। কে কে আসার জন্য প্রচুর ভিড় হয়েছিল। ভিড় দেখে কে কে গাড়ি থেকে নামতে চায়নি। বলেছিল, আগে ভিড় কমাও তারপর নামব। কর্ডন করে কে কে নিয়ে যাওয়া হয়। গ্রিনরুমে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমার সঙ্গে কথা বলেন। ছবি তোলেন। ওনার মধ্যে কোনও অস্বস্তি ছিল না। দু’তিনটে গান করার পর, ঘামছিল। বলছিল স্পট লাইট বন্ধ কর, এসি চিল করে দাও।


কে কে’র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, হাওড়ার সুদীপ্ত ও শিল্পী মিত্র! এই প্রথম কে কে’র সঙ্গে কনসার্ট। আর সেটাই শেষ হল। কয়েক ঘণ্টা আগে আর্টিস্ট রুমে যে মানুষটা বসার জন্য চেয়ার এগিয়ে দিয়েছিলেন। সদা হাস্যময় সেই মানুষটাই আর আজ নেই, মেনে নিতে পারছেন সঞ্চালক দস্পতি।


সুদীপ্ত মিত্র বলছেন, অডিটোরিয়ামে ক্যাপাসিটির বাইরে লোক ঢুকে গেছিল। খুব গরম হচ্ছিল। ওভার ক্রাউডেড ছিল। বারবার মুখ মুছছিলেন, জল খাচ্ছিলেন। আমাদেরও কষ্ট হচ্ছিল। 


শিল্পী মিত্র বলছেন, আমরা যখন অ্যাঙ্কারিং করছিলেন, আমাদের দিকে চেয়ার দিয়ে দেন। হাই এনার্জি পারফরম্যান্স। দর্শকদের সঙ্গে গান করছেন। এলইডিতে হিট জেনারেট করছিল। ওনি খুন টায়ার্ড হয়ে গেছিলেন। আমরা বুঝতে পারছিলাম ওর অস্বস্তি হচ্ছে।


সুরলোকে চলে গেলেন কে কে! কিন্তু, তাঁর গানের মধ্যে দিয়ে অগণিত ভক্তের মনে বাঁচে থাকবেন তিনি। জীবনের শেষ কনসার্টের প্লে-লিস্টের ২০টি গান গেয়ে, সুরের শহর কলকাতা থেকেই সুরলোকে পাড়ি দিলেন কে কে। চোখের জলে প্রিয় শিল্পীকে বিদায় জানাল কলকাতা। গত কালকের কে কে’র কনসার্টে বেলাগাম ভিড় হয়েছিল বলে জানিয়েছেন নজরুল মঞ্চের কর্মী থেকে নিরাপত্তারক্ষীরা সবাই।