গৌতম মণ্ডল, কচুবেড়িয়া: দাবি মতো বোনাস না পাওয়ায় কর্মবিরতি শুরু করলেন কাকদ্বীপ ও গঙ্গা সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী ভেসেলের কর্মীরা (Kakdwip Kachuberia Vessel service stop for bonus)।
স্থানীয় সূত্রের জানা গেছে, রাজ্য সরকারের ভূতল পরিবহন নিগমের অধীন ১২০ জন কর্মী শনবিরা সন্ধে থেকে এই কর্মবিরতি শুরু করায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন গঙ্গাসাগরের তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দারা। গতকাল সন্ধে সাতটা থেকে কর্মীরা কাজে যোগ না দেওয়ায় ভেসেল পরিষেবা বন্ধ হয়ে আছে।
এদিকে ভেসেলের অপেক্ষা অনেক রাত পর্যন্ত কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়াতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার যাত্রী। কিন্তু, ভেসেলের কর্মীরা কর্মবিরতি শুরু করার প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় তাঁদের। পরিস্থিতি দেখে অনেক রাতে কাকদ্বীপ মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে বিশেষ বার্জের মাধ্যমে যাত্রীদের পারাপার করানো হয়।
এদিকে বোনাস নিয়ে তৈরি হওয়া জট কাটাতে আজ বেলায় কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরের ভেসেলের কর্মীদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে সমাধান সূত্র না মেলা পর্যন্ত কর্মীরা কাজে যোগ দেবেন না বলে জানা গেছে। অন্যদিকে উৎসবের মধ্যে সাগরদ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম ভেসেল পরিষেবা বন্ধ থাকায় চরম হয়রানির শিকার তীর্থযাত্রী থেকে সাধারণ মানুষ।
প্রসঙ্গত উল্লেখ, কাকদ্বীপ ও গঙ্গাসাগারের কটুবেড়িয়ার ভেসেলের উপর নির্ভরশীল প্রচুর মানুষ। তাই আচমকা এই পরিষেবা বন্ধ হওয়ার কারণে তাঁরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছেন। এখন কর্তৃৃপক্ষের সঙ্গে আলোচনার পর যদি কোনো সমাধান সূত্র না বের হয় তাহলে পরিস্থিতি কী হবে তা নিয়ে চিন্তিত ওই এলাকার অসংখ্য সাধারণ মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।