জয়দীপ হালদার, কাকদ্বীপ: রাজ্যে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনা। জাতীয় সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জন বাইক আরোহীর। কাকদ্বীপ পোলট্রি মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। 


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে খবর। এলাকার মানুষ জানান যে রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে রাস্তার উপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় মানুষরাই হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেন। পাশাপাশি দুইজনকেই উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা ওই দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায় এই দুই বাইক আরোহী বনদফতরের এর কর্মী।


এদিকে কিছুদিন আগেই সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। রাস্তার পাশে জড়ো করে রাখা তারের জঞ্জালের বলি হয়েছিলেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি উল্টোডাঙা গামী একটি বাইকের চাকার সঙ্গে সল্টলেকের বৈশাখী আইল্যান্ড পেরোনোর সময় রাস্তায় পড়ে থাকা তার জড়িয়ে যায়। ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। পাশে থাকা একটি জলের গাড়ির তলায় চলে যান তিনি। যুবককে পড়ে যেতে দেখে ব্রেক কষেছিল জলের গাড়িটি। কিন্তু ততক্ষণে ওই যুবক গাড়ির চাকার তলায় চলে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা। 


এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এভাবে রাস্তার ধারে বিপজ্জনকভাবে তার জড়ো করে রাখার ঘটনা নিয়ে প্রশাসনের টনক নড়ে কিনা, সেটাই এখন দেখার। কয়েক বছর আগে পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের কাছেও একই ধরনের একটি দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ২০১৮-র জানুয়ারিতে বাবার বাইকে চড়়ে তপসিয়ায় আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় রাস্তার ধারে পেঁচিয়ে পড়ে থাকা  কেবলের তার জড়িয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।