নয়াদিল্লি: ভারতে আত্মপ্রকাশের আগেই ফাঁস হয়ে গেল Motorola Edge 20 সিরিজের দাম। টেক ব্লগারদের খবর সত্যি হলে, ২১,০০০ টাকা দাম হতে পারে মোটোরোলা এজ ২০ ফিউশনের। আগামী ১৭ অগাস্ট দেশে লঞ্চ হতে চলেছে এই ফোন।
গত মাসে ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে মোটোরোলা এজ ২০ সিরিজের তিনটি ভ্যারিয়েন্ট।যেখানে Motorola Edge 20, Motorola Edge 20 Pro ও তিন নম্বরে রয়েছে Motorola Edge 20 Lite-এর নাম। শোনা যাচ্ছে, ভারতে লাইটের পরিবর্তে ফিউশন নামে আসতে চলেছে মোটোর আগামী ফোন।
Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 Price
টিপস্টার দেবায়ন রায়ের রিপোর্ট অনুযায়ী, দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে Motorola। Edge 20 ছাড়াও থাকছে Edge 20 Fusion। যাতে ৬ জিবি ১২৮ জিবি ছাড়াও রয়েছে ৮জিবি ১২৮ জিবির স্টোরেজ ভ্যারিয়েন্ট।৬ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২১,৪৯৯ টাকা। পাশাপাশি ৮ জিবি মডেল কিনতে খরচ করতে হবে ২৩,৯৯৯ টাকা। তবে Motorola Edge 20 ৮জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এখনও ভারতীয় বাজারে ফোন দু'টির দাম সম্পর্কে কোনও ধরনের তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানি।
Motorola Edge 20,Edge 20 Fusion, Edge 20 Pro নিয়ে বিশ্ব বাজারে বড়সড় চমক দিয়েছে মোটোরোলা। গত বছর এপ্রিলে প্রথম মোটোরোলা এজ এনেছিল কোম্পানি। এবার একই মডেলে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এল মোটো।তবে এবার আর কার্ভ ডিসপ্লে আনেনি কোম্পানি।পরিবর্তে দেওয়া হয়েছে রাউন্ড এজ।
Motorola Edge 20 Fusion
সম্প্রতি ফ্লিপকার্টের পেজে কিছু তথ্য পাওয়া গিয়েছে ফোনের। ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ৯০ হার্টজের ডিসপ্লে। তবে স্ন্যাপড্রাগনের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ প্রসেসর।এই ফোনেও ১০৮ মেগার প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। তবে সেকেন্ডারি ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের সেন্সর। টার্বো ফাস্ট চার্জিং থাকলেও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
Motorola Edge 20- ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ১৪৪ হার্টজের রিফ্রেস রেট। নতুন মডেলে ৭৭৮ স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে কোম্পানি। এই ভ্যারিয়েন্টে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এ ছাড়াও রয়েছে ১৬ ও ৮ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এরমধ্যে রয়েছে অপটিক্যাল জুমের সুবিধা। ৪০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ফোনে রয়েছে টার্বো চার্জার।