কলকাতা : শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ অন্ধকার থেকে আলোয় উত্তরণ। যুগ যুগ ধরে পুরাণ বা ধর্মগ্রন্থ বলে আসছে এমনই বোধের কথা৷ কার্তিক অমাবস্যা তিথিতে দেবী কালীর পুজো সেই বোধেরই মূর্তরূপ৷ যোগিনীকটি পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তিস্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ সঙ্গে আলোর উত্সব৷


গুপ্তপ্রেশ মতে,  আজ অমাবস্যা তিথি শুরু হয়েছে  বুধবার (৩ নভেম্বর, ১৬ কার্তিক) শেষ রাত থেকে।  ৫টা ২১ মিনিট ১৩ সেকেন্ডে পড়ে গেছে অমাবস্যা তিথি। ১৭ কার্তিক, বৃহস্পতিবার (৪ নভেম্বর) - এ রাত ৩টে ২২ মিনিট ১০ সেকেন্ডে। ৪ নভেম্বর, বৃহস্পতিবারই অমাবস্যার নিশি পালন। যাঁরা ব্রত রাখেন বা উপবাস করেন, তাঁরাও আজই উপবাস রাখবেন। পুষ্পাঞ্জলি দিয়ে একেবারে রাতে উপবাস ভাঙবেন।  শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা, শ্রী শ্রী শ্যামাপূজা ও তারাদেবীর আবির্ভাব । 

আরও পড়ুন :


১০০০ টা জবা ফুলের দাম ১০০০ টাকা !! জগন্নাথ ঘাটের পাইকারি ফুল-বাজারেও আগুন দর



শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।