করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা): ঝাঁ চকচকে পেল্লায় বাড়ি। কালিয়াচক (Kaliachak) ৩ নম্বর ব্লকের চরি-অনন্তপুর গ্রামে রেশন ডিলার যদুনন্দন দাসেরও নাম রয়েছে আবাস তালিকায়। তবে তাঁর দাবি, আবাস যোজনার (Awas Yojana) বাড়ি পাওয়ার জন্য তিনি কোনও আবেদন করেননি। মালদার (Malda) জেলাশাসক জানিয়েছেন বাড়ি পাওয়ার যোগ্য নন, এমন ১১ জনের নাম গত ডিসেম্বর মাসে বাতিল করা হয়েছে। ঝাঁ চকচকে পেল্লায় বাড়ির মালিকের নাম কীভাবে তালিকায়? আবাস যোজনায় বাড়ি পেতে আবেদনই করেননি, দাবি করেছেন রেশন ডিলার। অন্যদিকে বাড়়ি পাওয়ার যোগ্য নন, এমন ১১ জনের নাম গত ডিসেম্বরেই বাদ দেওয়া হয়েছে বলে দাবি জেলাশাসকের। 


প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে গিয়ে মালদায় শুধুমাত্র একটি গ্রামপঞ্চায়েতেই একদিনে দু-দুটি বেনিয়মের হদিশ পেল কেন্দ্রীয় দল। দেখা গেল পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে রেশন ডিলার ও সিভিক ভলান্টিয়ারের! যদিও রাজ্য প্রশাসন সূত্রে দাবি, দু'জনেরই নাম বাদ দেওয়া হয়েছে। 


একজনের রয়েছে পেল্লাই দোতলা পাকা বাড়ি। আর একজনের রয়েছে একতলা পাকা ঘর। প্রথমজন রেশন ডিলার। দ্বিতীয়জন সিভিক ভলান্টিয়ার। আশ্চর্যজনক ভাবে দুজনেরই নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায়। 


যা দেখে অবাক রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বাংলায় কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পে কোথায় কোথায় বেনিয়ম হয়েছে? তারই অনুসন্ধানে দ্বিতীয় দফায় রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মালদায় সফরের তৃতীয় দিনে কালিয়াচক ৩ নম্বর ব্লকের একাধিক গ্রামে যান কেন্দ্রীয় দলের সদস্যরা। 


চরি-অনন্তপুর গ্রামে এই হল রেশন ডিলার যদুনন্দন দাসের বাড়ি। বৃহস্পতিবার সকালে আবাস-অনুসন্ধানে এই বাড়িতেই পৌঁছে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক, বিডিও ও পঞ্চায়েত দফতরের সহ সচিব। 


আশ্চর্যের কথা হল, এমন ঝাঁ চকচকে পেল্লাই বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে রেশন ডিলারের! কী করে তালিকায় নাম উঠল? প্রশ্ন করতেই রেশন ডিলারের দাবি, সরকারি বাড়ির জন্য তিনি কোনও আবেদনই করেননি!  


কালিয়াচকের চরি-অনন্তপুর গ্রামপঞ্চায়েতের কামারপাড়া গ্রামে এই হল সিভিক ভলান্টিয়ার অভিজিৎ পাণ্ডের বাড়ি। টিনের চাল দেওয়া এই একতলা পাকা বাড়িতেই থাকেন গোলাপগঞ্জ ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার অভিজিৎ। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় তাঁর নাম রয়েছে জেনে, এদিন সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা। 


কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে আবাস তালিকায় ছেলের নাম থাকার কথা স্বীকার নেন সিভিক ভলান্টিয়ারের মা। সিভিক ভলান্টিয়ারের পরিবার সূত্রে দাবি, ছ'জনের শরিকি বাড়িতে থাকেন তাঁরা। এবিষয়ে জিজ্ঞাসা করা হলে, মালদার জেলাশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য নন, এমন ১১ জনের নাম গত ডিসেম্বরেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ যাওয়া ১১ জনের মধ্যে রেশন ডিলার ও সিভিক ভলান্টিয়ারের নাম রয়েছে।