উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশের ৪ এএসআই -কে সাসপেন্ড করা হল। ওই ঘটনায় নাবালিকা মৃতার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। সেই ভাবে দেহ উদ্ধার করার ঘটনায় পুলিশের ভূমিকায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার ৩ দিন পর পদক্ষেপ করল জেলা পুলিশ।

ক্ষোভ প্রকাশ:
কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি বলে অভিযোগ। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি। প্রিয়াঙ্কের অভিযোগ, DSP নিজে বলেছেন, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে বারণ করেছেন অতিরিক্ত জেলাশাসক। এদিকে, গতকাল দিনভর টানাপড়েনের পর, আজ সকালে প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে দেখা করতে রায়গঞ্জের সার্কিট হাউসে যান উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক, রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের তদন্তকারী অফিসার। তাঁদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্কের অভিযোগ, তিনজনের বক্তব্যে ফারাক রয়েছে। এর থেকেই অনুমান, কোনও কিছু আড়াল করার চেষ্টা চলছে। 


উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Physical Assault and Murder Case) অভিযোগের ঘটনায় ইতিমধ্য়েই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই ঘটনায় বিজেপির শীর্ষ নের্তৃত্বের তীব্র আক্রমণের মুখে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগের ঘটনায় একটি ভিডিও-র তদন্ত নেমেছে জাতীয় মহিলা কমিশন। এহেন পরিস্থিতিতে শাসকদলের তরফে মুখ খুলেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। শশী পাঁজা বলেন, 'পুলিশ কেন কিছু গোপন করবে ? একটি মেয়ে  মারা গিয়েছে, তার ন্যায়বিচার নিয়ে বিজেপির চিন্তা নেই। ইতিমধ্য়েই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিজেপি এই বিষয়টিকে নিজেদের প্রচারের জন্য ব্যবহার করছে। তাঁরা ইচ্ছাকরে সংবাদমাধ্যমকে নিয়ে এসেছে।'

নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Murder) অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা (Section 144 Imposed) জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। 

আরও পড়ুন: নিয়োগ-দুর্নীতিতে তাঁর হাত নেই! ফের বোর্ডের ঘাড়ে দায় ঠেলে দাবি পার্থর