কলকাতা: কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ( Kaliaganj Youth Death) ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ পরিবার। (Calcutta High Court) আদালতের দ্বারস্থ মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণালকান্তি বর্মন। সিবিআই তদন্ত (CBI investigation) চেয়ে মামলা দায়েরের আর্জি জানানো হয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice)। আগামীকাল শুনানির সম্ভবনা রয়েছে।


কালিয়াগঞ্জে (Kaliganj Update) রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে সিআইডি। পাশাপাশি, অভিযুক্ত পুলিশ কর্মীর তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি।গতকালই কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র সংগ্রহ করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।


অভিযোগ ওঠে, গত শুক্রবার গভীর রাতে কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। ধরপাকড়ের সময় এএসআই মোয়াজ্জেম হোসেনের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয়ের মৃৃত্যু হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাঁদের বিরুদ্ধেও পুলিশকে আক্রমণের পাল্টা অভিযোগ করেন ওই পুলিশ কর্মী। 


ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্য়েই উত্তপ্ত কালিয়াগঞ্জ। পুড়েছে থানা চত্বর। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেই কালিয়াগঞ্জেই আরও এক প্রাণহানি। গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল মৃত্য়ুঞ্জয় বর্মনের। পরিবারের অভিযোগ, গভীর রাতে অভিযান চালানোর সময় গুলি চালায় পুলিশ। শুক্রবার যেখানে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল, সেখান থেকে রাধিকাপুরের দূরত্ব ৩০ কিলোমিটার। যেখানে খুন হয়ে গেলেন মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। 


নিহত মৃত্য়ুঞ্জয় বর্মন শিলিগুড়িতে একটি নির্মাণ সংস্থায় সুপারভাইজারের কাজ করতেন। আত্মীয়ের বিয়ে উপলক্ষে দিন দশেক আগে বাড়ি এসেছিলেন। আর সেই তাঁকেই গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, বুধবার ২টো নাগাদ, ৩টে গাড়িতে চড়ে কালিয়াগঞ্জের চাঁদগাঁয় বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে যায় তারা। সেইসময় গ্রামবাসীরা বাধা দেওয়ায়, পুলিশ ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তখনই মৃত্যুঞ্জয়ের বুকে একটি গুলি লাগে।


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?


হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোলও। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেত্রী ও  রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কৃষ্ণা বর্মন আগেই বলেছেন, 'বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মন ঘটনাস্থলে ছিল না এই গ্রামের কেউই কালিয়াগঞ্জে অশান্তির ঘটনায় যুক্ত নয়। পুলিশ ঠিক কাজ করেনি।'