রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রানিনগরে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে হুমকি, গালিগালাজের অভিযোগ। ফোনে এলাকা ছাড়া করার হুমকি ও গালিগালাজের অভিযোগ, ভাইরাল অডিও ক্লিপ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ।


শিক্ষককে হুমকি, গালিগালাজের অভিযোগ: জানা গিয়েছে, জমি দখলের অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। অভিযুক্ত মালিবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম। আতঙ্কে ঘরছাড়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান। প্রতিবাদ করলে ‘হুমকি’, আতঙ্কে এলাকা ছাড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক। হুমকির কথা স্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগ, ‘এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওই শিক্ষক।’                                                           


শিক্ষক, যাঁকে জাতি গঠনের কারিগর বলা হয়। শৈশবে যিনি হাত ধরে জ্ঞান, ন্যায় ও মানবতার পথে চলতে শেখান, সেই শিক্ষককেই এমন অশ্লীল আক্রমণের শিকার হতে হল মুর্শিদাবাদের রানিনগরে। রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষককে এভাবেই হুমকি দিতে শোনা গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। তাও আবার পুলিশের সামনে। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে।                                                     

অবসরপ্রাপ্ত শিক্ষকের দাবি, এলাকার এক ব্যক্তির জমি দখলের প্রতিবাদ করেছিলেন তিনি। সেই জমি বিবাদের তদন্তে ২৫ এপ্রিল রাতে রানিনগরের মৃদাদপুর গ্রামে যায় পুলিশ। তখনই সকলের সামনে ফোনে তাঁকে গালিগালাজ ও হুমকি দেন মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম। এই ঘটনার পর থেকেই আতঙ্কে প্রায় এক সপ্তাহ বাড়ি ছাড়া ওই অবসরপ্রাপ্ত শিক্ষক। রাষ্ট্রপতি পুরস্কারজয়ী অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রী মুসফিকা খাতুন বলেন, “আতঙ্কে আছি। যেকোনও সময় আক্রমণ হতে পারে।’’ তৃণমূলের পঞ্চায়েত প্রধান হুমকি দেওয়ার কথা স্বীকার করলেও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। উনি এলাকা অশান্ত করছেন বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করেননি অবসরপ্রাপ্ত শিক্ষক। 


আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?