প্রকাশ সিনহা, সৌমিত্র রায়
ও সন্দীপ সরকার, কলকাতা: বাইপাস হওয়ার পর সাত দিন হাসপাতালে ভর্তি ছিলেন 'কালীঘাটের কাকু'। ছাড়া পেয়েছিলেন আজই। কিন্তু প্রেসিডেন্সি জেলে ফেরার এক ঘণ্টার মধ্যেই  বুকে 'ব্যথা'-এর অভিযোগ করায় এসএসকেএমে নিয়ে আসা হয় তাঁকে। পরে কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সিতে ভর্তিও করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। ঘটনাচক্রে, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের 'লিপস অ্যান্ড বাউন্ডসের' অফিসে তল্লাশি চালায় ইডি।


যা হয়েছিল...
জানা গিয়েছে, একটি বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রর সার্জারি হয়েছিল। সাত দিন সেখানে ভর্তি ছিলেন। আজ সকালেই ছাড়া হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। সেখান থেকে প্রেসিডেন্সি জেলে ফেরার ১ ঘণ্টার মধ্যে বুকে ব্যথার কথা বলায় তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। ইসিজি করা হয়েছে সুজয়কৃষ্ণর। অন্য দিকে, সোমবার সুজয়কৃষ্ণের অফিসে ঢুকে মঙ্গলবার বেরোন ইডি আধিকারিকরা। ১৮ ঘণ্টা ধরে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ম্য়ারাথন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, তল্লাশিতে উদ্ধার হয়েছে ১ হাজার পাতার নথি, বেশ কয়েকটি লেজার বুক, ডিজিটাল নথি
ও হার্ড ডিস্ক। তল্লাশিতে ৩-৪ টি সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে বলেও খবর। রাতভর অফিসের ৩ কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। কালীঘাটের কাকু-র সূত্রেই নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে পৌঁছোয় ইডি। সম্প্রতি, ট্যুইটে কয়েকটি ছবি শেয়ার করে শুভেনদু অধিকারী লিখেছিলেন, কালীঘাটের কাকুর সহযোগীদের চিনুন। বিরোধী দলনেতার ট্যুইট করা ছবিগুলিতে ছিল লিপস অ্য়ান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থার নাম। শুভেন্দু অধিকারীর দেওয়া এই ছবিতে, কোম্পানির ডিরেক্টরদের নামের একটি তালিকা দেখা যায়, যেখানে, অমিত বন্দ্য়োপাধ্য়ায়, বিশ্বনাথ ভট্টাচার্য, লতা বন্দ্য়োপাধ্য়ায়, রুজিরা বন্দ্য়োপাধ্য়ায় এবং সুজয়কৃষ্ণ ভদ্রর নাম ছিল। নিউ আলিপুরে লিপস অ্য়ান্ড বাউন্ডসের যে অফিসে ইডি সোমবার থেকে ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চালায়, সেখানেই কাজ করতেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু! ED-সূত্রে খবর, জেরায় তিনি জানান, তিনি এই কোম্পানির চিফ অপারেটিং অফিসার বা COO ছিলেন। সুজয়কৃষ্ণ ভদ্রর নামে যে চার্জশিট দেওয়া হয়, তাতেও বলা হয়, সুজয়কৃষ্ণ ভদ্রর কোম্পানি এসডি কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড থেকে ৯৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে। মঙ্গলবার ভোর ৫টা ৪০-এ  লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে ৩ টি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায় ইডি আধিকারিকদের। এর পাশাপাশি অভিযান চালানো হয়, দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাধিপতি শামিমা শেখের স্বামী ও মৃত তৃণমূল নেতা রমজান শেখের আবাসন প্রকল্পেও।

আরও পড়ুন:এ কোন চাঁদ? ইসরোর নয়া পোস্টে জোর ধাক্কা বিশ্ববাসীর 'চন্দ্র-কল্পনায়'