উমেশ তামাং, রাজা চট্টোপাধ্যায় কালিম্পং : উত্তরে অব্যাহত দুর্যোগ। অবিরাম বৃষ্টিতে পাহাড় ক্রমেই হয়ে উঠছে বিপদসঙ্কুল। বহু পর্যটকের রাতের ঘুম উড়িয়েছে এই বর্ষা। এক টানা এতদিন ধরে দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও পাদদেশীয় এলাকা।  কালিম্পঙে জায়গায় জায়গায় ধস নেমেছে।বুধবার এ নিয়ে বড় ঘোষণা করল প্রশাসন। 


বিভিন্ন জায়গায় ধস নেমে রাস্তার অবস্থা হয়েছে বেহাল। এবার কয়েকদিনের জন্য বন্ধ করা দেওয়া হল ১০ নম্বর জাতীয় সড়ক। মেল্লি, রাবিঝোরা, লিখুভির, ২৯ মাইল, সেলফি দারা-সহ জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। মেরামতির জন্য আপাতত বন্ধই থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। কবে আবার এই রাস্তা নেওয়া যাবে তা জানিয়ে দেবে প্রশাসন। কালিম্পং জেলা প্রশাসনের তরফে পরবর্তী নোটিস জারি না করা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।   


অন্যদিকে, গতকাল কাল থেকে তিস্তা নদীর জলে প্লাবিত মালবাজারের টোট গাও গ্রাম। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে  ঢুকতে শুরু করেছে গ্রামে।  জলবন্দী নদীর পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫৩ টি পরিবার। আতঙ্কে মানুষ শূন্য হচ্ছে গোটা গ্রাম।   সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে গ্রামে ঢুকতে শুরু করেছে, ঘরের ভেতর বাড়ির উঠোনের উপর দিয়ে বইছে জলের স্রোত, কোথাও এক হাঁটু জল তো কোথাও এক কোমর জল। বাড়ি ঘর ছেড়ে ভয়ে অন্যত্র নিরাপদ জায়গার খোঁজে পালিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা।  সময় যত এগোচ্ছে, তিস্তার জলস্তর তত বাড়ছে, গতকাল পর্যন্ত যে সব জায়গায় চাষের জমি ছিল, আজ সেখানে এক কোমর জল বইছে, ক্ষেতের উপর পড়ে গিয়েছে পলি, দিশহারা এলাকার মানুষ। 


মঙ্গলেই পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা  গরুবাথান অঞ্চলের যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাবার পথে ভয়াবহ এক ঘটনা ঘটে যায় পড়ুয়াদের সঙ্গে । ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোটো গাড়ি হরপা বানের জলে আটকে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পরে গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে। তবে দ্রুত উদ্ধারে নামে স্থানীয়রা। গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়। 


এদিকে আবহাওয়া দফতর মনে করছে আগামী শনিবার অবধি উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। বুধেও উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  


আরও পড়ুন :                


বৃষ্টি দুর্যোগে ভয়ঙ্কর পাহাড়, হড়পা বানে আটকে স্কুল বাস! আতঙ্কিত পড়ুয়ারা